ETV Bharat / bharat

Parliament Monsoon Session: 'চেয়ারের অবমাননা করছেন', ডেরেককে সাসপেন্ড করে বললেন চেয়ারম্যান জগদীপ ধনকড়

author img

By

Published : Aug 8, 2023, 11:48 AM IST

Updated : Aug 8, 2023, 2:00 PM IST

ETV Bharat
ডেরেক ওব্রায়েন

মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনের প্রথমেই মণিপুর ইস্যুতে তুমুল হইহট্টগোল বাধে রাজ্যসভায় ৷ এর মধ্যে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ 11 অগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে ৷ বাকি দিনগুলোর জন্য তাঁকে সাসপেন্ড করলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷

মণিপুর ইস্যুতে উত্তাল রাজ্যসভায় সাসপেন্ড হলেন তৃণমূল রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন

নয়াদিল্লি, 8 অগস্ট: সাসপেন্ড হলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ মঙ্গলবার সকালে রাজ্যসভায় অধিবেশন শুরুর পর উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় তাঁকে অভব্য আচরণের জন্য সাসপেন্ড করেন ৷ 11 অগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশন চলার কথা রয়েছে ৷ তবে অধিবেশনের বাকি দিনগুলিতে তিনি রাজ্যসভার কাজকর্মে অংশ নিতে পারবেন না ৷

আজ দিনের শুরুতেই লোকসভা ও রাজ্যসভা- দুই কক্ষই মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে ৷ দুপুর 12টা পর্যন্ত দুই কক্ষেই মুলতুবি ঘোষণা করা হয় ৷ অধিবেশনের প্রথমার্ধে পয়েন্ট অফ অর্ডার নিয়ে ডেরেক ও'ব্রায়েনকে সতর্ক করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷

আরও পড়ুন: রাজ্যসভাতেও পাশ দিল্লি সংশোধনী বিল, 'কালো দিন' বললেন কেজরিওয়াল

এরপর রাজ্যসভার চেয়ারম্যান তৃণমূল সাংসদকে উঠে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার বলার নির্দেশ দিলেই বচসা তৈরি হয় ৷ রাজ্যসভার নিয়ম সম্বলিত রুলবুকের 92 নম্বর পৃষ্ঠায় 267 ধারায় মণিপুর ইস্যুতে আলোচনা নিয়ে বিতর্ক বাধে বাধে কক্ষের মধ্যেই ৷ ডেরেক ও'ব্রায়েন মণিপুর ইস্যুতে আলোচনার দাবি জানান ৷ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে তিনি বলেন, "আপনি আলোচনার অনুমতি দিন ৷"

তিনি আরও বলেন, "বিরোধী নেতা 267 নম্বর নিয়মের কথা বলছেন ৷ তিনি মণিপুর ইস্যুতে আলোচনা করার কথা বলছেন ৷" এরপরই তুুমুল হইচই শুরু রাজ্যসভায় ৷ এনডিএ শিবির এবং বিরোধী- উভয় পক্ষই চেঁচামেচি শুরু করে ৷ এই অবস্থায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ডেরেককে তাঁর আসনে বসতে নির্দেশ দেন ৷ কিন্তু তা শোনেননি বহুবার সাসপেন্ড হওয়া সাংসদ ৷ তাতেই রেগে যান রাজ্যসভার চেয়ারম্যান ৷

এই পরিস্থিতিতে রাজ্যসভায় বিরোধী নেতা পীযূষ গোয়েল বলেন, "আমি ডেরেক ও'ব্রায়েনকে অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করার প্রস্তাব পেশ করতে চাই ৷ তিনি বারেবারে হাউজের কাজকর্মে বাধা দিচ্ছেন, অভব্য আচরণ করে চলেছেন ৷" এর পরপরই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ডেরেক ও'ব্রায়েনকে অভব্য আচরণের জন্য সাসপেন্ড করেন ৷ তিনি 11 অগস্ট পর্যন্ত বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না ৷

এর আগেও রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে তাঁর আচরণ নিয়ে সতর্ক করেছেন উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান ৷ এদিকে মঙ্গলবার লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস ৷ এই বিতর্কে অংশ নেবেন সদ্য সাংসদে ফেরা রাহুল গান্ধি ৷

আরও পড়ুন: লোকসভায় কংগ্রেসের অনাস্থা, সংসদে ফিরে মোদিকে বিঁধতে তৈরি রাহুল

Last Updated :Aug 8, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.