ETV Bharat / bharat

Mamata As Main Opponent of Modi : মোদির বিরুদ্ধে মমতাই মুখ, তৃণমূলের হাতিয়ার এবার সমীক্ষা

author img

By

Published : Jan 22, 2022, 4:14 PM IST

tmc claim that mamata banerjee is main anti modi face
Mamata As Main Opponent of Modi : মোদির বিরুদ্ধে মমতাই মুখ, তৃণমূলের হাতিয়ার এবার সমীক্ষা

গত বছর বঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা জাতীয় রাজনীতিতে বেড়েছে ৷ তৃণমূলও বারবার বলেছে, মমতাকে কেন্দ্র করেই বিজেপির বিরুদ্ধে জোট তৈরি হোক, এটাই চাইছেন দেশবাসী ৷ এবার একটি সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে ফের এই নিয়ে সরব হল তৃণমূল (Mamata As Main Opponent of Modi) ৷

কলকাতা, 22 জানুয়ারি : দেশজুড়ে মোদি বিরোধী লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের এই দাবি করল তৃণমূল কংগ্রেস ৷ শনিবার বাংলার শাসকদলের মুখপত্র জাগোবাংলার (TMC Mouthpiece Jagobangla) একটি প্রতিবেদনে ওই দাবি করা হয়েছে ৷

এদিন মুখপত্রের প্রথম পাতায় ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ৷ সেখানে এটাও স্পষ্ট করা হয়েছে, এই দাবি তৃণমূল নিজে থেকে করছে না ৷ বরং দেশের মানুষই চাইছে ৷ ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘দেশ জুড়ে মোদি বিরোধী লড়াইয়ে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোনও রাজনৈতিক দলের দাবি নয় ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ সমীক্ষা বলছে, মোদির বিরুদ্ধে সবচেয়ে বিশ্বাসযোগ্য, ভরসার এবং প্রত্যাশিত রাজনৈতিক মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর বিধানসভা নির্বাচনে বাংলায় জয়ের হ্যাটট্রিক করার পর থেকেই তৃণমূল কংগ্রেস তাদের দলের নেত্রী মমতাকে জাতীয় নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে (tmc claim that mamata banerjee is main anti modi face) ৷ তৃণমূল কংগ্রেসের সংগঠনও বিভিন্ন রাজ্যে বিস্তার করতে শুরু করেছে ৷ জাতীয় স্তরে কংগ্রেস ছেড়ে অনেকে তৃণমূলে যোগও দিয়েছেন ৷

রাজনৈতিক মহলের মতে, বঙ্গের ভোটে লড়াই আসলে মোদি ও মমতার মধ্যে হয়েছিল ৷ তাই বিজেপির হারে ধাক্কা খেয়েছে মোদির ভাবমূর্তি ৷ কংগ্রেস যেখানে মোদির বিরুদ্ধে শক্তি বৃদ্ধি ব্যর্থ, সেখানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই জিতেছে ৷ সেই কারণে বিজেপি বিরোধী দলগুলিও মমতাকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে থাকতে চাইছে ৷

তাই এনসিপির শরদ পাওয়ার মমতার সঙ্গে বৈঠক করছেন ৷ শিবসেনার আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউত মমতার সঙ্গে দেখা করেছেন ৷ উত্তরপ্রদেশে ভোটে প্রচারের জন্য মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ৷

তৃণমূল কংগ্রেসও সেটা বিলক্ষণ জানে ৷ তাই মোদি বিরোধী লড়াইয়ে মমতাই যে মুখ তা বারবার বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে তারা ৷ এই সমীক্ষার রিপোর্ট শাসক শিবিরের দাবিকে আরও জোরালো করল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.