ETV Bharat / bharat

Child Died Due to Dog Attack: 3 মাসের ঘুমন্ত শিশুকে খুবলে খেল পথকুকুর

author img

By

Published : Apr 24, 2023, 8:20 AM IST

পথকুকুরদের হামলার বলি তিন মাসের শিশু ৷ ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে প্রাণে মেরে ফেলল হিংস্র দুই পথকুকুর ৷ ভয়াবহ ঘটনার সাক্ষী দেশের সবচেয়ে বড় রাজ্য।

Etv Bharat
প্রতীকী ছবি

আলিগড় (উত্তরপ্রদেশ), 24 এপ্রিল: পথকুকুরের হামলায় মৃত্যু হল তিন মাসের শিশুর ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিগড়ের কুয়ারসি থানার মহারানা প্রতাপ কলোনীর স্বর্ণজয়ন্তী নগর এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, ঘর থেকে ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে যায় পথ কুকুরগুলি ৷ তারপর তাকে আক্রমণ করে । ঘটনাস্থলেই একরত্তির প্রাণ যায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ সেই সময় দু'টি কুকুর ঘরে ঢুকে তিনমাসের শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থাতেই টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে মেরে ফেলে ৷ স্থানীয়রা দেখে শিশুটিকে মুখে করে নিয়ে ঘোরাফেরা করছে কুকুরটি ৷ এরপর চিৎকার-চেঁচামেচি করতেই শিশুটিকে ফেলে পালায় কুকুরগুলি ৷ তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়েটির ৷ রবিবার সকালে শিশুর শেষকৃত্য হয় ৷ ঘটনার খবর পেয়ে কুয়ারসি থানার আধিকারিক অরবিন্দ কুমার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন ৷ ঘটনাস্থলের আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

কীভাবে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সবার অলক্ষ্যে এই ঘটনা ঘটল তাও দেখা হচ্ছে ৷ এর আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে একঝাঁক পথ কুকুরের আক্রমণের জেরে মৃত্যু হয় এক ব্যক্তির ৷ মৃত আশরাফ সিভিল লাইন থানা এলাকার বাসিন্দা ছিলেন ৷ তাঁর উপর কুকুরের হামলার ঘটনাটি স্থানীয় সিসিটিভিতে ধরা পড়ে ৷ যে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ পুলিশ জানায়, আশরাফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাগানে মর্নিংওয়াক করতে বেরোনোর পরই পথ কুকুররা তাঁকে আক্রমণ করেছিল ৷ খবর পেয়ে ডগ স্কোয়াড-সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ৷ দিনের পর দিন পথকুকুরদের হামলা যেন বেড়েই চলেছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ তাদের আক্রমণে প্রাণ হারাচ্ছে শিশু থেকে বয়স্করা ৷ বিভিন্ন রাজ্যের এই ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে প্রশাসন ৷

আরও পড়ুন : গা শিউরে ওঠা ঘটনা! গুজরাতে সাত বছরের মেয়ের গাল কামড়ে নিল সারমেয়, ভাইরাল ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.