ETV Bharat / bharat

Girl Child Murdered in Ujjain: শিশুকন্যাকে যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন ! গ্রেফতার 4

author img

By

Published : Jun 9, 2023, 11:54 AM IST

শিশুকন্যাকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী-সহ 4 জন ৷ তাঁদের মধ্যে 2 মহিলাও আছেন ৷ অভিযোগ, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। নির্যাতনের পর শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে নর্দমায় বস্তাবন্দি অবস্থায় ফেলে রাখা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Girl Child Murdered in Ujjain ETV BHARAT
Girl Child Murdered in Ujjain

উজ্জ্বয়ীন, 9 জুন: সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ বন্ধ নর্দমা থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ হত্যার আগে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল ৷ গত মঙ্গলবার নারকীয় এই অপরাধটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জ্বয়ীনে ৷ ঘটনায় 2 মহিলা-সহ 4 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ পুলিশের সামনে এসেছে ৷ সেখানে দেখা গিয়েছে স্কুটারে করে বস্তাবন্দি অবস্থায় শিশুটির দেহ অন্যত্র ফেলে এসেছিলেন এক যুবক ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই শিশুটি তার বাড়ির সামনে খেলতে খেলতে উধাও হয়ে যায় ৷ এরপর পরিবারের লোকজন পুলিশে খবর দেয় ৷ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে ৷ সেখানে এক যুবককে স্কুটারে করে একটি বস্তা নিয়ে যেতে দেখা যায় ৷ তদন্ত আরও এগিয়ে পুলিশ জানতে শিশুটি এক প্রতিবেশীর বাড়ি গিয়েছিল ৷ মৃত শিশুর পরিবারের সঙ্গে ওই বাড়ির সম্পর্ক ভালো ৷ কিন্তু সেই বাড়ির সদস্যই এই নারকীয় ঘটনায় অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে অপহরণ করে যৌন নির্যাতন এবং শেষে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে অজয় নামে এক যুবকের বিরুদ্ধে। তাঁর বয়স 21 বছরের কাছাকাছি ৷ আর এই পুরো ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে অজয়ের বোন রানু, মা মিলন বাঈ এবং রানুর প্রেমিক ভিকি ঠাকুরের বিরুদ্ধে ৷ এই চারজনই আপাতত পুলিশি হেফাজতে।

আরও পড়ুন: বাড়িওয়ালার নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের পর খুন ভাড়াটিয়ার, আলমারি থেকে উদ্ধার দেহ!

পুলিশের প্রাথমিক অনুমান, অজয় শিশুটিকে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় ৷ সেখানে তার সঙ্গে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ সেই সময় সংজ্ঞা হারায় শিশুটি ৷ ভয় পেয়ে অজয় তাঁর 19 বছরের বোন রানু এবং মা মিলন বাঈকে পুরো ঘটনা জানান ৷ এরপর রানু তাঁর প্রেমিক ভিকি ঠাকুরকে ফোন করে ডাকে ৷ তাঁরা 4 জন মিলে শিশুটির শ্বাসরোধ করে ও জলের মধ্যে ডুবিয়ে দেয় বলে অভিযোগ ৷ সবশেষে তার দেহ ছাদে নিয়ে গিয়ে একটি বস্তায় ভরা হয় ৷ তারপর ভিকি ঠাকুর বস্তাবন্দি দেহটি তাঁর স্কুটারে করে নিয়ে গিয়ে বাল্মিকী ধাম আশ্রমের কাছে একটি নর্দমায় ফেলে দেয় ৷ সেই দৃশ্যই সিসিটিভতে ধরা পড়ে।

আরও পড়ুন: রূপ চেনাল দীর্ঘদিনের বন্ধু, রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার নাম করে কলেজ পড়ুয়াকে গণধর্ষণ শিলিগুড়িতে

তবে, প্রথমে অভিযুক্তরা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ৷ পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ৷ অপহরণ ও খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তবে, শিশুর সঙ্গে যৌন নির্যাতন হয়েছিল কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট না এলে স্পষ্ট হবে না বলে জানিয়েছেন এএসপি আকাশ ভুরিয়া ৷ যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে অজয়ের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.