ETV Bharat / bharat

COVID Vaccine : ডেল্টা ভ্যারিয়্যান্টকে রুখতে কমাতে হবে দু'টি ডোজ়ের মধ্যে সময়সীমা, জানাল ল্যানসেট

author img

By

Published : Jun 5, 2021, 7:10 AM IST

ফাইজারের ভ্যাকসিন
ফাইজারের ভ্যাকসিন

একটি গবেষণায় মেডিক্যাল জার্নাল ল্যানসেট জানিয়েছে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে সময়সীমা কমানো ঠিক নয় ৷ ভারতের মারাত্মক ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণ রুখতে হলে যত তাড়াতাড়ি সম্ভব কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি দিতে হবে ৷

নয়াদিল্লি, 5 জুন : করোনা ভাইরাসের আসল স্ট্রেনকে প্রতিরোধ করতে সক্ষম হলেও ভারতের মারাত্মক ডেল্টা ভ্যারিয়্যান্টের (Delta Variant) ক্ষেত্রে মোটেও কার্যকরী নয় ফাইজারের (Pfizer) ভ্যাকসিন, একটি গবেষণায় জানাল মেডিক্যাল জার্নাল ল্যানসেট (Lancet) ৷ ক'দিন আগে এই ভ্যারিয়ান্টের একটি স্ট্রেনকে "চিন্তাজনক" বলেছে হু ৷

ফাইজারের একটি ডোজ নেওয়ার পর 79 শতাংশ মানুষের ক্ষেত্রে তা করোনাভাইরাসের আসল স্ট্রেনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে ৷ কিন্তু বি.1.1.7 বা আলফা ভ্যারিয়্যান্ট-এর ক্ষেত্রে তা 50 শতাংশ, আর ডেল্টা ভ্যারিয়্যান্টের ক্ষেত্রে 32 শতাংশ, বি.1.351-এর ক্ষেত্রে মোটে 25 শতাংশ ৷ বি.1.351 ভ্যারিয়্যান্টটি বিটা ভ্যারিয়্যান্ট নামে পরিচিত, দক্ষিণ আফ্রিকাতে প্রথম খুঁজে পাওয়া যায় ৷

আরও পড়ুন : স্পুটনিক ভি উৎপাদনে প্রাথমিক ছাড়পত্র পেল সেরাম

এই ভ্যারিয়্যান্টের সংক্রমণ রুখতে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে সময়সীমা গুরুত্বপূর্ণ ৷ এই প্রসঙ্গে ইউসিএলএইচ-এর গবেষক এমা ওয়াল বলেছেন, "আমাদের গবেষণার ফলাফল অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় ডোজ দিতে হবে ৷ হতে পারে অনেকেরই এই নতুন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে লড়বার রোগ প্রতিরোধক ক্ষমতা নেই ৷"

সম্প্রতি ভারতে কোভিড-19 ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে সময়সীমা 6-8 সপ্তাহ থেকে বাড়িয়ে 12-16 সপ্তাহ করা হয়েছে ৷ সরকারের তরফে একটি গবেষণায় দাবি করা হয়েছে এই সময়সীমা বাড়ানোর ফলে ভ্যাকসিনের কাজ করার ক্ষমতাও বাড়ে ৷ যদিও ভ্যাকসিন না থাকার কারণেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে কড়া সমালোচনা করা হয়েছিল ৷

ল্যানসেটে প্রকাশিত গবেষণায় অবশ্য ব্রিটেনের ভ্যাকসিনেশনে দুটি ডোজের মধ্যে সময়সীমা কমানোর সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.