ETV Bharat / bharat

পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 7:11 PM IST

Updated : Dec 21, 2023, 10:44 PM IST

Terrorists Ambush Army Vehicles
Terrorists Ambush Army Vehicles

Terrorists Ambush Army Vehicles: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা সেনাবাহিনীর দু’টি গাড়ির উপর জঙ্গি হামলা হয় ৷ অনেকটা পুলওয়ামার কায়দায় হামলা হয় ৷ শহিদ তিন সেনা জওয়ান ৷ আহত অন্তত তিন ৷

জম্মু, 21 ডিসেম্বর: পুলওয়ামার মতো জঙ্গি হামলা হল জম্মু ও কাশ্মীরে ৷ বৃহস্পতিবার সেনাবাহিনীর দু’টি গাড়ির উপর হামলা হয় ৷ তবে এক্ষেত্রে অন্য কোনও গাড়ি এসে ধাক্কা মারেনি ৷ বরং সেনার দু’টি গাড়ির উপর এলোপাথারি গুলিবর্ষণ করে জঙ্গিরা ৷ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটেছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় চার সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ আহত হয়েছেন আরও তিনজন ৷

সীমান্ত সংলগ্ন পুঞ্চ জেলার থানামান্ডি এলাকায় একটি ট্রাক ও একটি জিপসিতে সেনা জওয়ানরা যাচ্ছিলেন ৷ দুপুর 3টে 45 মিনিট নাগাদ রাজৌরি-থানামান্ডি-সুরানকোট রাস্তায় সাবনি এলাকায় ধাতার মোড়ে যখন গাড়ি দু’টি পৌঁছয়, সেই সময় অতর্কিতে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷

সেনার তরফে জানানো হয়েছে, কাছেই বুফলিয়াজ ও ঢেরা কি গলি এলাকায় জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ৷ সেখানেই অতিরিক্ত বাহিনী হিসেবে দু’টি গাড়িতে জওয়ানরা যাচ্ছিলেন ৷ সেই সময়ই হামলা হয়৷ অন্যদিকে বুফলিয়াজ এলাকায় সেনা অভিযান ও এনকাউন্টার চলছে বলে বৃহস্পতিবার বিকেলে খবর পাওয়া গিয়েছিল ৷

তবে কাউকে ধরা যায়নি ৷ কারণ, ওই এলাকায় ঘন জঙ্গল রয়েছে ৷ সেনা আধিকারিকদের ধারণা, হামলার পর জঙ্গিরা জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছে ৷ ফলে ঠিক কতজন হামলা চালিয়েছিল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷

উল্লেখ্য, 2019 সালের 14 ফেব্রুয়ারি সেনার কনভয়ে হামলা হয়েছিল ৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ওই হামলায় অবশ্য বিস্ফোরকবোঝাই গাড়ি এসে কনভয়ে ধাক্কা খেয়েছিল ৷ অন্তত 40 জন জওয়ান শহিদ হয়েছিলেন ৷ সেই সময় পাকমদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করেছিল ৷ পরে পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত ৷ সেখানে জয়েশের ঘাঁটিতে হামলা চালানো হয় ৷ জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এবং মেহবুবা মুফতি এই হামলার তীব্র নিন্দা করেছেন।

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. উপত্যকায় ফের জঙ্গি হামলা, গুলিবিদ্ধ 3 শ্রমিক
  2. আবারও উপত্যকায় জঙ্গি হামলা, অনন্তনাগে গুলিবিদ্ধ পুলিশকর্মী
  3. বদলা চাই না, শুধু শান্তি চাই ; এখনও বলছে শহিদ বাবলু সাঁতরার পরিবার
Last Updated :Dec 21, 2023, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.