ETV Bharat / bharat

Telengana Chief Justice: টিআরএস সভাপতির কাছ থেকে মুখ বন্ধ খাম এল প্রধান বিচারপতির কাছে !

author img

By

Published : Nov 16, 2022, 1:14 PM IST

Telengana High Court
ETV Bharat

আদালত কক্ষে সামনে এল বিস্ফোরক তথ্য ৷ কেসিআরের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা আদালতের প্রধান বিচারপতিকে একটি খাম পাঠিয়েছেন ৷ একই রকম খাম পেয়েছেন অন্য রাজ্যের প্রধান বিচারপতিও (TRS President sends sealed cover to Chief Justice) ৷

হায়দরাবাদ, 16 নভেম্বর: মুখবন্ধ খাম পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কার্যালয়ে ৷ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের নেতার পাঠানো সেই খাম পেয়েছেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি উজ্জ্বল ভুঞাঁ (Chief Justice of Telangana High Court Justice Ujjal Bhuyan) ৷ তিনি সরকারি কৌঁসুলীকে প্রশ্ন করেন, "টিআরএস সভাপতির কাছ থেকে আমি একটা বন্ধ খাম পেয়েছি ৷ এ নিয়ে আমি কী করব ?" প্রধান বিচারপতি জানিয়েছেন, এই খামে একটি সিডি, একটি পেনড্রাইভ- এসব আছে ৷

একই ঘটনা ঘটেছে অন্য একটি রাজ্যের প্রধান বিচারপতির ক্ষেত্রেও ৷ তিনিও একই রকম মুখবন্ধ খাম পেয়েছেন ৷ মঙ্গলবার তেলেঙ্গানা হাইকোর্টে টোপ দিয়ে টিআরএস বিধায়ক কেনা (case of baiting MLAs) সংক্রান্ত একটি আবেদনের শুনানি চলছিল ৷ তখনই ঘটনাটি সামনে আসে ৷

সরকারি পক্ষের প্রবীণ আইনজীবী দুষ্যন্ত দাভে (Dushyant Dave) বলেন, "এরকমটা হওয়া উচিত নয় ৷ এর জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাইছি ৷ এটা বেআইনি কাজ ৷" সরাসরি বিচারপতির কাছে খাম পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ তাঁর অভিযোগের তীর তদন্তকারী সংস্থাগুলির দিকে ৷ তদন্তকারী সংস্থাগুলি এভাবে বিস্তারিত তথ্য সামনে আনতে পারেন না ৷ যদিও সব তদন্তকারী সংস্থাগুলি যে তথ্যগুলি দিচ্ছে, তা সঠিক নয়, জানান আইনজীবী ৷

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেন কেসিআর', আক্রমণ রাহুলের

ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধেও আইনজীবী দাভের অভিযোগ, তারাও তদন্তের পয়েন্টগুলি এবং প্রমাণ মিডিয়ায় বলে বেড়াচ্ছে ৷ এভাবে বিচার পদ্ধতিকে রাজনৈতিক তরজার প্ল্যাটফর্মে পরিণত করা হচ্ছে ৷ সরকারি আইনজীবী জানান, তিনি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে (Additional Advocate General) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাবেন ৷ টিআরএস সভাপতির কাছ থেকে আসা খামটিকে গুরুত্ব না দেওয়া উচিত অথবা কোথাও ছুড়ে ফেলে দেওয়ার পরামর্শ দেন আইনজীবী দাভে ৷

এই ঘটনায় আদালত অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের আইনজীবী বৈদ্যনাথন জানান, এভাবে বিচারপতিকে সরাসরি মুখবন্ধ খাম পাঠানো বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার প্রমাণ ৷ এই কাজে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ করা উচিত ৷ তিনি জানান, এই রেকর্ডগুলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: 'রাজ্যের সর্বত্র পদ্মফুল ফুটবে', কেসিআরের তেলেঙ্গানায় মোদির চ্যালেঞ্জ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.