ETV Bharat / bharat

ঘাটতি অক্সিজেন থেকে অক্সিজেন পেতে সুপারের চিঠি হাতে ময়দানে তেজস্বী

author img

By

Published : Apr 18, 2021, 3:22 PM IST

Updated : Apr 18, 2021, 4:33 PM IST

দেশজুড়ে অক্সিজেনের অভাব চরমে ৷ এমনকি মারা যাচ্ছেন বহু কোভিড রোগীও ৷ অক্সিজেনের অভাবেই বিহারের এনএমসিএইচ হাসপাতালের সুপারিনটেনডেন্ট দায়িত্ব থেকে রেহাই চেয়ে চিঠি পাঠিয়েছেন ৷ বিষয়টি নিয়ে শুরু হয়েছে তেজস্বী-নীতীশ তরজা ৷

আরজেডি নেতা তেজস্বী যাদব
আরজেডি নেতা তেজস্বী যাদব

পটনা, 18 এপ্রিল: কোভিডের জন্য নির্দিষ্ট হাসপাতালে অক্সিজেন নেই, তাই দায়িত্ব থেকে অব্যাহতির অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন চিকিৎসক বিনোদ কুমার ৷ বিহারের রাজধানী পটনায় নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতাল (এনএমসিএইচ)-এর সুপারিনটেনডেন্ট তিনি ৷ চিকিৎসকের বিতর্কিত চিঠিটি হাতে এসেছে রাজ্যের বিরোধী আরজেডি নেতা লালু-পুত্র তেজস্বী যাদবের ৷ স্বাভাবিক ভাবেই, এই সুযোগ হাতছাড়া করেননি তিনি ৷ রাজ্যে কোভিড সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পরিকাঠামো নেই, এই অভিযোগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের কড়া সমালোচনা করেন ৷

বিনোদ তাঁর চিঠিতে পরিষ্কার উল্লেখ করেছেন যে, বারবার জানানো সত্ত্বেও হাসপাতালে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়নি ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এর ফলে হাসপাতালে চিকিৎসায় আসা বহু রোগীর মৃত্যু হতে পারে ৷ আর সেই মৃত্যুর জন্য় কাঠগড়ায় দাঁড় করানো হবে হাসাপাতাল প্রশাসনকে ৷ আর এই দায়িত্ব তিনি নিতে পারবেন না, কারণ হাসপাতালে ভর্তি রোগীদের তিনি সব সময় ভালো চিকিৎসা দেওয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন: কোভিড বাড়ছে, কমছে বেড-অক্সিজেন ! মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেজরি

লালু-পুত্র তেজস্বী এই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷ চিঠিটির সঙ্গে একটি টুইটে নীতীশ কুমারের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে লেখেন, "রাজ্যে নীতীশ কুমারের উন্নয়নের মিথ্যে প্রচার চলছে ৷ এনএমসিএইচ হাসপাতালের সুপারিনটেনডেন্ট অক্সিজেনের অভাবের কারণে দায়িত্ব থেকে রেহাই পেতে চাইছেন ৷ আপনারা কি ভাবতে পারছেন কী অবস্থা দাঁড়িয়েছে ? মুখ্যমন্ত্রী গত 16 বছরে এর কোনো উত্তর দেননি ৷ এই 16টা বছরে তাহলে কী হল ? 1600 বছর ধরে গদিতে থাকলেও মুখ্যমন্ত্রী তাঁর ভুলগুলো স্বীকার করবেন না ৷"

কার্যত গত নির্বাচনে জিতেও নীতীশই বিহারের মুখ্য়মন্ত্রী পদে পুনরায় আসীন হয়েছেন ৷ 2000 সাল থেকে তিনি রাজ্যের গদিতে ৷ গত বিধানসভা নির্বাচনে জোট সঙ্গী কংগ্রেসের কারণে হতে হতেও ফসকে গিয়েছে তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৷

সুপারিনটেনডেন্টের এই চিঠি প্রকাশের একদিন আগেই বিহার সরকার ঘোষণা করে যে, রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ পটনার এনএমসিএইচ আর গয়ার অনুগ্রহ নারায়ণ হাসপাতালকে পুরোপুরি কোভিড সংক্রমণের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে ৷

এমনকি বৃহস্পতিবার এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি পটনার এনএমসিএইচ আর গয়ার অনুগ্রহ নারায়ণ হাসপাতালকে সম্পূর্ণ কোভিড চিকিৎসার জন্য তৈরি করা হবে ৷ আগামী 2-3 দিনের মধ্যে পটনার আইজিআইএমএস হাসপাতালে অন্ততপক্ষে নতুন 50টি বেডের ব্যবস্থা করা হবে আর 100টি নতুন বেড দেওয়া হবে ক্যানসার ইনস্টিটিউটকেও ৷"

অথচ এর পরেই প্রকাশ্যে আসে অক্সিজেনের অভাব নিয়ে বিহারের রাজধানীর এনএমসিএইচ-এর খোদ সুপারিনটেনডেন্টের চিঠি ৷ যেখানে নীতীশ-সরকারের অবহেলার ছবিটি স্পষ্ট ৷ আর এই অবহেলাকে কাজে লাগিয়েই অক্সিজেন পেতে মাঠে নেমে পড়েছেন আরজেডি-র তরুণ নেতা তেজস্বী যাদব ৷

প্রতিদিনই দেশের অন্যান্য রাজ্যের মতোই বিহারে বিশেষত পটনায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী ৷

শুক্রবারের হিসেব অনুযায়ী 7870টি নতুন কেসের মধ্যে 1898টি শুধুমাত্র পটনাতেই ৷ সুতরাং, তেজস্বী বনাম নীতীশ তরজায় নতুন করে অক্সিজেনের জোগান দিল অক্সিজেন সিলিন্ডারের অভাব ৷

Last Updated : Apr 18, 2021, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.