ETV Bharat / bharat

Technical Snag in Indigo Flight: প্রযুক্তিগত সমস্যার জেরে দিল্লি বিমানবন্দরে ফিরল রাঁচিগামী ইন্ডিগো বিমান

author img

By

Published : Aug 5, 2023, 2:53 PM IST

Technical Snag in Indigo Flight
প্রযুক্তিগত সমস্যার জেরে দিল্লি বিমানবন্দরে ফিরল রাঁচিগামী ইন্ডিগো বিমান

Technical Snag in Ranchi-Bound Indigo Flight: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হল রাঁচিগামী ইন্ডিগো সংস্থার বিমানকে ৷ মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার কারণে কাঁপতে শুরু করে বিমানটি ৷ ফলে উড়ানের একঘণ্টার মধ্যে সেটিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷

নয়াদিল্লি, 5 অগস্ট: উড়ানের এক ঘণ্টার মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হল রাঁচিগামী বিমানকে ৷ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে ইন্ডিগো সংস্থার বিমানটি উড়ানের পর মাঝ আকাশে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয় ৷ এর পরেই বিমানের পাইলট এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন ৷ যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত সেটিকে অবতরণ করানো হয় ৷ কর্তৃপক্ষ জানিয়েছে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল ইন্ডিগো 6E 2172 বিমানে ৷

বিমানে সওয়ার এক যাত্রী জানিয়েছেন, উড়ানের এক ঘণ্টার মধ্যেই পাইলট একটি ঘোষণা করেন ৷ যাত্রীর কথায়, ‘‘পাইলট ঘোষণা করেছিলেন যে বিমানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে ৷ সেই কারণে আমাদের দিল্লি বিমানবন্দরে ফিরে যেতে হবে ৷ বিমান মাঝ আকাশে থাকাকালীন আমরা কম্পন অনুভব করছিলাম ৷ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল 7টা 40 মিনিটে ইন্ডিগো সংস্থার 6E 2172 বিমান রাঁচির উদ্দেশে রওনা দেয় ৷ কিন্তু, মাঝ আকাশে বিমানে ত্রুটি ধরা পড়ায় 8টা 20 মিনিটে সেটিকে অবতরণ করানো হয় ৷

তবে, যাত্রীদের জন্য পরে অন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো সংস্থা ৷ যাত্রীদের সেই তথ্য জানানোর কয়েক ঘণ্টা পর বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় ৷ ইন্ডিগোর 6E 2172 এর অন্য একটি বিমান দিল্লি থেকে ফের রাঁচি উড়ে যায় ৷ তবে, এ নিয়ে বিমান সংস্থার তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি ৷ উল্লেখ্য, গতকাল অর্থাৎ, শুক্রবারও ইন্ডিগো সংস্থার 6E 2433 বিমানের জরুরি অবতরণ করানো হয় ৷ সেটি পটনা থেকে দিল্লি আসছিল ৷ উড়ানের 3 মিনিটের মধ্যে সেটিকে পটনা বিমানবন্দরে ফেরানো হয় ৷

আরও পড়ুন: এসি'র সমস্যার কারণে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের

বলা হয়েছে বিমানের একটি ইঞ্জিন কাজ করছিল না ৷ এটিসি-কে পাইলট সেই তথ্য দিতে সকাল 9টা 11 মিনিটে জরুরি অবতরণ করায় কর্তৃপক্ষ ৷ পরে সংস্থার অন্য বিমানে যাত্রীদের দিল্লি পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.