ETV Bharat / bharat

Teachers Sell Junks in Bihar: স্কুলের আবর্জনা বিক্রি করবেন শিক্ষকরা, বিহার সরকারের ফরমানে ক্ষোভ

author img

By

Published : Aug 19, 2023, 5:26 PM IST

Teachers will Sell Junks from School in Bihar: স্কুলের ভাঙা টেবিল-চেয়ার ও পুরনো ছেড়া বইপত্র বিক্রি করতে হবে শিক্ষকদের ৷ বিহার সরকারের স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বেজায় ক্ষুব্ধ শিক্ষকমহল ৷ সরকারের এই নির্দেশ মানবেন না শিক্ষকরা জানিয়েছে বিহারের টেট শিক্ষক ইউনিয়ন ৷

Teachers Sell Junks in Bihar ETV BHARAT
Teachers Sell Junks in Bihar

পাটনা, 19 অগস্ট: এর আগে ফরমান এসেছিল বস্তা বিক্রি করার ৷ এবার স্কুলের আবর্জনা অর্থাৎ, ভাঙা টেবিল-চেয়ার ও পুরনো ছেড়া বইপত্র বিক্রি করতে হবে ৷ বিহারের সরকারি স্কুলগুলির উদ্দেশ্য এমনই ফরমান জারি করেছে শিক্ষা দফতর ৷ আর তার জেরে অসন্তোষ দেখা দিয়েছে স্কুল শিক্ষকদের মধ্যে ৷ অভিযোগ উঠেছে, বিহারের শিক্ষা দফতর স্কুলের শিক্ষকদের সম্মান নিয়ে উপহাস করছে ৷ এই কাজ শিক্ষকরা করবেন না বলে জানিয়েছে বিহারের টেট শিক্ষক ইউনিয়ন ৷

সম্প্রতি বিহারের স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব কে কে পাঠক বেশ কয়েকটি সরকারি স্কুলে পরিদর্শনে যান ৷ প্রায় অধিকাংশ স্কুলে ভাঙা বেঞ্চ, ছেড়া ও পুরো বইপত্র আবর্জনার আকারে স্তূপাকার হয়ে পড়ে থাকতে দেখেন ৷ যার পরেই সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর ৷ সেখানে বলা হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাবাড়িওয়ালাদের কাছে স্কুলের ভাঙা টেবিল-চেয়ার ও বইপত্র বিক্রি করতে হবে ৷ এর জন্য শিক্ষকদের দায়িত্ব নিতে হবে ৷ কাবাড়ি কেনে এমন ডিলারের সঙ্গে যোগাযোগ করে, স্কুল আবর্জনার আকারে পড়ে টেবিল-চেয়ার, বইখাতা এবং অন্যান্য সামগ্রী বিক্রি করতে হবে ৷

নির্দেশিকায় বলা হয়েছে, কাবাড়িওয়ালার কাছে ভাঙাচোরা জিনিস বিক্রি করে পাওয়া টাকা স্কুলের অ্যাকাউন্টে জমা করতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে ৷ শুধু তাই নয়, কত পরিমাণ সামগ্রী বিক্রি করা হয়েছে ? কিলোদরে তার থেকে কতটা পাওয়া গিয়েছে ? এই সব হিসেব দিতে হবে কর্তৃপক্ষকে ৷ এর জন্য ব্লক শিক্ষা আধিকারিককে ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে এই সবের বিস্তারিত তথ্য জানাতে হবে ৷

আরও পড়ুন: বাইশের টেটে মেয়েদের জয়জয়কার, প্রথম বর্ধমানের ইনা সিং

এই পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিহারের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷ তাঁরা অভিযোগ করেছেন, শিক্ষক-শিক্ষিকাদের সম্মানহানি করছে সরকার ৷ এ নিয়ে বিহারের টেট শিক্ষক ইউনিয়নের সভাপতি অমিত বিক্রম বলেন, “প্রথমে শিক্ষকদের দিয়ে শৌচাগার গণনা করানো হয় ৷ খোলা জায়গায় মলত্যাগ করলে, ধরার নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর ৷ তারপরে সাম্প্রতিক দিনগুলিতে জাতীয় সুমারি শেষ হতেই, শিক্ষকদের চটের ব্যাগ বিক্রি এবং মিড-ডে মিলে ব্যবহার হওয়া বাসনের হিসেব রাখার কাজ দেওয়া হয়েছিল ৷ এখন শিক্ষকদের আবর্জনা বিক্রি করতে বলা হচ্ছে ৷ এতে শিক্ষকদের সম্মানহানি হচ্ছে ৷’’ তিনি অভিযোগ করেছেন, এর জন্য পড়াশোনা সংক্রান্ত আসল কাজই শিক্ষকরা করতে পারছেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.