ETV Bharat / bharat

Tata Motors ties up with Bandhan Bank : উৎসবের মরশুমে টাটা মোটর্সের গাড়ি কিনলে ঋণ দেবে বন্ধন ব্যাঙ্ক

author img

By

Published : Dec 15, 2021, 3:40 PM IST

উৎসবের মরশুমে গাঁটছড়া বাঁধল টাটা মোটর্স ও বন্ধন ব্যাঙ্ক (Tata Motors ties up with Bandhan Bank) ৷ টাটার যাত্রীবাহী গাড়ি কিনলে গ্রাহকদের গাড়ির মোট দামের সর্বোচ্চ 90 শতাংশ টাকাই ঋণ হিসাবে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

tata motors ties up with bandhan bank under finance easy festival program
Tata Motors ties up with Bandhan Bank : উৎসবের মরশুমে টাটা মোটর্সের গাড়ি কিনলে ঋণ দেবে বন্ধন ব্যাংক

নয়াদিল্লি,15 ডিসেম্বর : বন্ধন ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধল টাটা মোটর্স (Tata Motors ties up with Bandhan Bank) ৷ বুধবার টাটা গোষ্ঠীর পক্ষ থেকেই একথা জানানো হয়েছে ৷ বলা হয়েছে, আপাতত শুধুমাত্র যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রির ক্ষেত্রেই দু’পক্ষের মধ্যে আর্থিক সমঝোতা হয়েছে ৷

আরও পড়ুন : Best Car Insurance Policy : গাড়ি বিমা করার আগে নজর রাখুন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে

বুধবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে টাটা মোটর্স (Tata Motors) ৷ তাতে জানানো হয়েছে, এরপর থেকে টাটা মোটর্সের গ্রাহকরা বন্ধন ব্যাঙ্ক থেকে গাড়ি কেনার জন্য ঋণ (Car Loan) পাবেন ৷ সর্বনিম্ন 7.5 শতাংশ হারে সুদের বিনিময়ে এই ঋণ পাওয়া যাবে ৷ গাড়ির মোট দামের (On Road Price) সর্বোচ্চ 90 শতাংশ টাকাই ঋণ হিসাবে প্রদান করবে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

ঋণের টাকা শোধ করতে গিয়ে গ্রাহকদের যাতে বাড়তি চাপ না নিতে হয়, তা নিশ্চিত করতে বিশেষ ইএমআই-এরও সুবিধা রাখছে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ যার আওতায় ঋণের টাকা সুদ-সহ শোধ করতে সর্বোচ্চ সাত বছর সময় পাবেন ক্রেতারা ৷ এমনকী, ঋণের আংশিক শোধ-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে জিরো চার্জেরও (Zero Charges) সুবিধা থাকছে ৷

আরও পড়ুন : home loan EMIs : বাড়ির ইএমআই নিয়ে দুশ্চিন্তা ? খেয়াল রাখুন এই বিষয়গুলিতে

টাটা মোটর্সের যাত্রীবাহী গাড়ি বিক্রি সংক্রান্ত বিভাগের ইউনিট সহ-সভাপতি রঞ্জন আম্বা এই প্রসঙ্গে বলেন, ‘‘এই অংশীদারিত্ব ফিন্যান্স ইজি ফেস্টিভ্যাল কর্মসূচির আওতাভুক্ত ৷ এর মাধ্যমে গোটা ভারতে আমরা বিভিন্ন আর্থিক সংস্থার সঙ্গে সংযুক্ত হব ৷ যাতে আরও বেশি সংখ্যায় গ্রাহকরা গাড়ি কিনতে পারেন ৷ এবং তার জন্য তাঁদের কোনও ঝঞ্ঝাটও পোহাতে হবে না ৷ যাতে তাঁরা এই উৎসবের মরশুমে আনন্দে মেতে উঠতে পারেন ৷’’ টাটা মোটর্সের আশা, এর ফলে তাঁদের যাত্রীবাহী গাড়ির বিক্রি এক ধাক্কায় অনেকটাই বাড়বে ৷ এবং ক্রেতা ও গ্রাহকদের মধ্যেও টাটার গাড়ি নিয়ে উৎসাহ বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.