ETV Bharat / bharat

Swami Chakrapani on Moon: হিন্দু-রাষ্ট্র চাঁদ, রাজধানী শিবশক্তি পয়েন্ট ! দাবি অখিল ভারত হিন্দু মহাসভার

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 7:57 PM IST

Updated : Aug 27, 2023, 11:02 PM IST

ETV Bharat
ফাইল ছবি

সংসদে প্রস্তাব এনে চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, রবিবার এই দাবি তুলেছেন অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি ৷

স্বামী চক্রপাণির বক্তব্য

নয়াদিল্লি, 27 অগস্ট: শিবের মাথায় থাকে চাঁদ, হিন্দু শাস্ত্রেও উল্লেখ রয়েছে চাঁদের ৷ তাই চাঁদের শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখার স্বার্থে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে ৷ শিবশক্তি পয়েন্টকে করতে হবে চাঁদের রাজধানী ৷ এমনই দাবি করলেন অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ ৷ এক ভিডিয়ো বার্তায় রবিবার এই দাবি জানিয়েছেন চক্রপাণি ৷ তবে শুধু হিন্দু রাষ্ট্রের দাবি জানিয়েই থামেননি এই ধর্মীয় নেতা ৷ এর জন্য কেন্দ্র সরকারকে কী কী করতে হবে তাও বাতলে দিয়েছেন তিনি ৷

স্বামী চক্রপাণি জানিয়ে দিয়েছেন, এর জন্য সংসদে প্রস্তাব আনতে হবে এবং প্রয়োজনে রাষ্ট্রসংঘকেও জানাতে হবে ৷ হিন্দু সংগঠনটির এই নেতার দাবি, জেহাদি ও কট্টরপন্থীরা যাতে চাঁদে গিয়ে অরাজকতা তৈরি করতে না পারে তার জন্য আগে থেকেই পৃথিবীর এই উপগ্রহকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে ৷ গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-3 ৷ ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে যে জায়গায় অবতরণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই জায়গাটির নাম রেখেছেন 'শিবশক্তি' ৷ এই শিবশক্তি পয়েন্টকেই চাঁদের রাজধানী ঘোষণার করার দাবি তুলেছেন স্বামী চক্রপাণি ৷

আরও পড়ুন: চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ প্রকাশ করল ইসরো, মেপেছে চন্দ্রযান 3-এর পেলোড

23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সফল চন্দ্রাভিযানের জন্য দেশ-বিদেশে প্রশংসা হচ্ছে ভারতের বিজ্ঞানী ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ৷ বিরোধীরা ইতিমধ্যেই দাবি করেছেন, চাঁদে ইসরোর এই সাফল্যকে তাঁর প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন চাঁদের ওই জায়গার নাম শিবশক্তি রাখা হল, প্রশ্ন উঠেছে তা নিয়েও ৷ তার মাঝেই এবার অখিল ভারত হিন্দু মহাসভা দাবি জানাল চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার ৷

যদিও এর আগেই নান কারণে সংবাদে এসেছেন স্বামী চক্রপাণি । যেমন, 2020 সালে করোনা সংক্রমণের সময় স্বামী চক্রপাণিই দিল্লিতে গোমূত্র পার্টির আয়োজন করেছিলেন ৷

Last Updated :Aug 27, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.