ETV Bharat / bharat

Chandrayaan-3: চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ প্রকাশ করল ইসরো, মেপেছে চন্দ্রযান 3-এর পেলোড

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 5:29 PM IST

Updated : Aug 27, 2023, 11:01 PM IST

ISRO releases graph of temperature variation on lunar surface: চন্দ্রযান 3-এর পেলোড দ্বারা পরিমাপ করা চন্দ্রের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ রবিবার প্রকাশ করল ইসরো ৷

Chandrayaan-3
চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ প্রকাশ করল ইসরো

বেঙ্গালুরু, 27 অগস্ট: চাঁদের পৃষ্ঠে তাপমাত্রার পরিবর্তনের একটি গ্রাফ প্রকাশ করল ইসরো ৷ যে গ্রাফের গভীরতা বৃদ্ধি পেতে দেখা গিয়েছে ৷ চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার মডিউলে সিএইচএএসটিই (ChaSTE) পেলোড দ্বারা পরিমাপ করা হয়েছে এই তাপমাত্রার পরিবর্তন ৷

মহাকাশ সংস্থার মতে, চাঁদের পৃষ্ঠের তাপীয় আচরণ বোঝার জন্য দক্ষিণ মেরুর চারপাশে চন্দ্রের শীর্ষে থাকা মৃত্তিকার তাপমাত্রার প্রোফাইল পরিমাপ করেছে চন্দ্রের সারফেস থার্মোফিজিকাল এক্সপেরিমেন্ট (ChaSTE) । ইসরো টুইটারে আজ জানিয়েছে,

"অনবোর্ড বিক্রম ল্যান্ডার থেকে ChaSTE পেলোডের প্রথম পর্যবেক্ষণ । ChaSTE চাঁদের পৃষ্ঠের তাপীয় আচরণ বোঝার জন্য মেরুটির চারপাশে চন্দ্রের উপরের মৃত্তিকার তাপমাত্রার প্রোফাইল পরিমাপ করে ৷"

পেলোডটিতে একটি নিয়ন্ত্রিত অনুপ্রবেশ প্রক্রিয়া দ্বারা সজ্জিত একটি তাপমাত্রা অনুসন্ধান যন্ত্র রয়েছে, যা পৃষ্ঠের নীচে 10 সেন্টিমিটার গভীরতায় পৌঁছতে সক্ষম ।

ইসরো জানিয়েছে, "যন্ত্রটিতে 10টি পৃথক তাপমাত্রা সেন্সর লাগানো হয়েছে । উপস্থাপিত গ্রাফটি অনুসন্ধানের অনুপ্রবেশের সময় রেকর্ড হওয়া বিভিন্ন গভীরতায় চন্দ্রের পৃষ্ঠ/সন্নিধ্য-পৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তনগুলিকে চিত্রিত করে । এটি চন্দ্রের দক্ষিণ মেরুর জন্য প্রথম এই ধরনের প্রোফাইল । বিস্তারিত পর্যবেক্ষণ চলছে ৷"

পেলোডটি ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) এর স্পেস ফিজিক্স ল্যাবরেটরি (এসপিএল) এর নেতৃত্বে একটি দল দ্বারা তৈরি করা হয়েছিল যাদের সহযোগিতা করেছিল আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল) ৷

  • Chandrayaan-3 Mission:
    Here are the first observations from the ChaSTE payload onboard Vikram Lander.

    ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) measures the temperature profile of the lunar topsoil around the pole, to understand the thermal behaviour of the moon's… pic.twitter.com/VZ1cjWHTnd

    — ISRO (@isro) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরছে প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ করল ইসরো

ইসরো গত বুধবার ইতিহাস রচনা করে সফল ভাবে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলকে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করিয়েছে ৷ প্রথম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করে ভারত ৷ আর তারা চাঁদে পা রাখল চতুর্থ দেশ হিসেবে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

Last Updated :Aug 27, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.