ETV Bharat / bharat

Suvendu Meets Shah: পঞ্চায়েত ভোটের আবহেই অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু

author img

By

Published : Jun 9, 2023, 8:44 PM IST

Updated : Jun 9, 2023, 10:57 PM IST

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পরদিনই দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

Etv Bharat
অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু

নয়াদিল্লি, 9 জুন: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুক্রবার দিল্লি উড়ে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ দু'জনের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা খোলসা করে না জানালেও, রাজ্যে সিবিআই-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আচমকা অতি সক্রিয়তা এবং পঞ্চায়েত ভোটের আবহে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক যে অন্যমাত্রা বহন করছে তা বলার অপেক্ষা রাখে না ৷

বৃহস্পতিবারই বাংলায় পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ আগামী 8 জুলাই এক দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ আর সেই ঘোষণার পরই শুক্রবার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী ৷ এদিন টুইট করে শুভেন্দু লেখেন, "আজ নয়াদিল্লিতে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দফতরে দেখা করেছি ৷ তাঁর ব্যস্ত সময়সূচির মধ্যে আমার সঙ্গে কথা বলার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি ৷"

এর সঙ্গেই অমিত শাহের সঙ্গে বৈঠকের ছবিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু ৷ তবে টুইটে এতটা সংক্ষিপ্ত লেখা ইদানীং দেখা যায় না শুভেন্দু অধিকারীর ওয়ালে ৷ তবে ছবিতে এটুকু স্পষ্ট যে একাধিক বিষয়ে এদিন অমিত শাহের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু ৷ এমনকী বেশ কিছু নথিও এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি দিয়েছেন বলেও জানা গিয়েছে ৷

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলার তদন্ত করছে ইডি, সিবিআই এনআইএ ৷ এর মাঝেই রাজ্যের পঞ্চায়েত ভোট ৷ আগামী বছরের গোড়াতে লোকসভা নির্বাচন ৷ তার আগে এই পঞ্চায়েত ভোটই কার্যত রাজ্য বিজেপির কাছে সেমিফাইনাল ম্যাচ ৷ কিন্তু যেভাবে তড়িঘড়ি কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে তাতে কিছুটা হলেও হকচকিয়ে গিয়েছে বিরোধীরা, তা বলার অপেক্ষা রাখে না ৷ আর তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেও ৷ এমনকী মামলাও দায়ের করা হয়েছে হাইকোর্টে ৷ এর মাঝে তাঁর আচমকা দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: পাহাড়ের পঞ্চায়েত লড়াইয়ে জোট সমীকরণের প্রস্তুতি শুরু; দারুণ ফলের আশায় তৃণমূল ও বিজেপি

বিজেপি সূত্রে খবর, মূলত পঞ্চায়েত ভোটের হাল হকিকত অমিত শাহকে জানাতেই দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সংগঠন নিয়েও অমিত শাহের কাছে রিপোর্ট দেওয়ারও কথা রয়েছে তাঁর ৷ পাশাপাশি জেলায় বিজেপি কর্মী-সমর্থকরা পঞ্চায়েত ভোটে কীভাবে শাসকদলের সঙ্গে মোকাবিলা করবে তারও একটা আগাম আলোচনা হবে তাঁদের মধ্যে ৷ এরই সঙ্গে, রাজ্যে সিবিআইয়ের তদন্তের ঝাঁজ বাড়ানোর আবেদনও যে শুভেন্দু অধিকারী করবেন অমিত শাহের দরবারে তা নিয়ে একরকম নিশ্চিত রাজ্য বিজেপি শিবির ৷

Last Updated :Jun 9, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.