ETV Bharat / bharat

Seema Patra: পরিচারিকাকে অত্যাচার ! বরখাস্ত হওয়া বিজেপি নেত্রীর 14 দিনের পুলিশি হেফাজত

author img

By

Published : Aug 31, 2022, 4:49 PM IST

suspended-bjp-leader-seema-patra-sent-to-14-day-police-remand-for-allegedly-torturing-maid
রিচারিকাকে অত্যাচার ! বরখাস্ত হওয়া বিজেপি নেত্রীর 14 দিনের পুলিশি হেফাজত

মেঝে থেকে মূত্র চাটতেও বাধ্য করেছেন বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী সীমা পাত্র (Seema Patra police remand)৷ এমনই অভিযোগ করেছেন তাঁর পরিচারিকা ৷ এই ঘটনায় গ্রেফতার হওয়া সীমাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Ranchi Court on Seema Patra)৷

রাঁচি (ঝাড়খণ্ড), 31 অগস্ট: বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইএএস অফিসারের স্ত্রী সীমা পাত্রকে (Seema Patra) 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল রাঁচির আদালত (Seema Patra police remand)৷ পরিচারিকার উপর অত্যাচার চালানো ও তাঁকে না খাইয়ে রাখার অভিযোগে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷

সরকারি আইনজীবী প্রদীপ চৌরাসিয়া জানিয়েছেন, সীমা পাত্রকে 12 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত ৷ যদিও সীমার দাবি, তিনি নিরপরাধ ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন সব অভিযোগ মিথ্যে ৷ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে দাবা তাঁর (Ranchi Court on Seema Patra)৷

গত সোমবার প্রকাশ্যে আসে ঘটনাটি ৷ সীমা পাত্রের পরিচারিকার অভিযোগ, দিনের পর দিন তাঁকে খেতে না দিয়ে তাঁর উপর অত্যাচার চালিয়েছেন বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী ৷ তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন ওই পরিচারিকা ৷ তাঁর দাবি, একবার মেঝে থেকে মূত্র চাটতেও বাধ্য করা হয়েছিল তাঁকে ৷

গোটা ঘটনায় সীমা পাত্রের থেকে দূরত্ব বজায় রেখেছে ঝাড়খণ্ড বিজেপি ৷ তারা জানিয়ে দিয়েছে, এসসি ও এসটি সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় তারা জিরো টলারেন্স মেনে চলে ৷ সে রাজ্যের বিজেপি বলেছে, "এ বিষয়টি দল কিছুতেই বরদাস্ত করে না ৷ বিজেপি নেত্রী সীমা পাত্রের বাড়িতে কর্মরত পরিচারিকার উপর নৃশংসতার ঘটনাটি সামনে আসার পরই নেত্রীকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷"

আরও পড়ুন: আপ বিধায়কদের লাই ডিটেক্টর টেস্ট করানোর দাবি তুলল বিজেপি

গোটা ঘটনার তদন্তের জন্য দল একটি কমিটি গঠন করেছে ৷ দলের তরফে বলা হয়েছে, "ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে ৷ তাঁকে একটি শো-কজ নোটিশও দেওয়া হয়েছে ৷ তদন্ত কমিটি রিপোর্ট পেশ করার পর অভিযোগ সত্যি প্রমণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ এ ধরনের মানুষদের জন্য বিজেপিতে কোনও জায়গা নেই ৷"

সীমা পাত্রের পরিচারিকা সুনীতার দাবি, কাজে কোনও ভুল হলেই তাঁকে মারধর করা হত ৷ তাঁর কথায়, "আমার গলার সমস্যা রয়েছে ৷ আমি কাজে কোনও ভুল করলেই ম্যাডাম আমাকে মারতেন ৷" পরিচারিকাকে হেনস্থা করা ও মারধরের অভিযোগে সীমা পাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা বলেছে জাতীয় মহিলা কমিশনও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.