ETV Bharat / bharat

BJP Slams AAP : আপ বিধায়কদের লাই ডিটেক্টর টেস্ট করানোর দাবি তুলল বিজেপি

author img

By

Published : Aug 31, 2022, 1:10 PM IST

Updated : Aug 31, 2022, 2:48 PM IST

আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিধায়কদের কিনতে চাইছে বিজেপি (BJP) ৷ সম্প্রতি এমনই অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ও উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) ৷ বুধবার এই নিয়ে আপের বিরুদ্ধে পালটা আক্রমণ করল বিজেপি ৷

aam-aadmi-party-mlas-claiming-bjp-offered-them-money-should-take-lie-detector-test
BJP Slams AAP আপ বিধায়কদের লাই ডিটেক্টর টেস্ট করানোর দাবি তুলল বিজেপি

নয়াদিল্লি, 31 অগস্ট : আম আদমি পার্টির (Aam Aadmi Party) উপর পালটা চাপ বৃদ্ধি করার কৌশল নিল ভারতীয় জনতা পার্টি ৷ বিজেপির (BJP) তরফে আপ বিধায়কদের বিরুদ্ধে ফরেন্সিক তদন্ত (Forensic Investigation) ও লাই ডিটেক্টর টেস্ট (Lie Detector Test) করানোর দাবি তোলা হয়েছে ৷ বুধবার নয়াদিল্লিতে বিজেপির চার সাংসদ মনোজ তিওয়ারি, রমেশ ভাদুড়ি, হনস রাজ হনস ও প্রবেশ বর্মা এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তাঁদের তরফে এই দাবি তোলা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, দিন কয়েক আগে আপ বিধায়কদের তরফে অভিযোগ করা হয় যে বিজেপি তাঁদের দল ছাড়ার প্রস্তাব দিয়েছে ৷ আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলে প্রত্যেক বিধায়ককে 20 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ এদিন আপের এই বক্তব্যেরই পালটা জবাব দিল গেরুয়া শিবির ৷

বিজেপি সাংসদ তথা দলের দিল্লির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারির বক্তব্য, যেহেতু বিজেপির বিরুদ্ধে 20 কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ তাই এই নিয়ে ফরেন্সিক তদন্ত হওয়া উচিত ৷ তাঁর পালটা প্রশ্ন, কোন নেতারা এই প্রস্তাব দিয়েছেন, সেই নামগুলি কেন প্রকাশ্যে আনা হচ্ছে না ? শুধু অভিযোগ না করে কেন আইনি পদক্ষেপ করা হচ্ছে না ?

এখানেই না থেমে তিনি দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই বিষয়ে আপের নেতারা প্রতি মুহূর্তে নিজের বয়ান বদল করছে বলেও অভিযোগ করেছেন ৷ প্রসঙ্গত, এই আবগারি নীতি লাগু করতে গিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ গোটা বিষয়টি এখন সিবিআই (CBI) তদন্ত করছে ৷ ইতিমধ্যে বেশ কিছু জায়গায় সিবিআই অভিযান চালিয়েছে ৷ তল্লাশি হয়েছে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Delhi Deputy CM Manish Sisodia) বাড়িতেও ৷ তার পর থেকেই আপের তরফে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ানো হয়েছে ৷ মোদি-শাহের দলের বিরুদ্ধে হর্স ট্রেডিংয়ের (Horse Trading) অভিযোগ আনা হয়েছে ৷

যদিও সেই অভিযোগগুলি নস্যাৎ করতেই এদিন সাংবাদিক বৈঠক করে গেরুয়া শিবির ৷ সেখানে দলের সাংসদ প্রবেশ বর্মাও সুর চড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) দলের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, আপের নেতারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে আসলে নাটক করছে ৷ তাই ওই নেতাদের লাই ডিটেক্টর টেস্ট করা উচিত ৷

তবে ইতিমধ্যেই বিজেপির তরফে দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর তরফে করা হর্স ট্রেডিংয়ের অভিযোগের তদন্ত দাবি করা হয়েছে ৷ তদন্তের দাবিতে দিল্লির বিজেপি সাংসদরা চিঠি লিখেছেন সেখানকার লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনাকে ৷ বিজেপির আরও দাবি, সুরা কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই বিজেপির বিরুদ্ধে বিধায়কদের দলবদলের প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছে আপ ৷

আরও পড়ুন : সিসোদিয়ার সততা দেশের সামনে প্রমাণিত, লকারে সিবিআই তল্লাশি নিয়ে তোপ কেজরির

Last Updated :Aug 31, 2022, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.