ETV Bharat / bharat

Suspected Monkeypox Death: মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু কেরলে

author img

By

Published : Jul 31, 2022, 8:15 PM IST

Updated : Jul 31, 2022, 9:05 PM IST

monkeypox in india
মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু কেরলে

সংযুক্ত আরব আমিরশাহি ফেরত ওই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও না আসায়, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না (Suspected Monkeypox Death) ৷

ত্রিশূর (কেরল), 31 জুলাই: মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক যুবকের মৃত্যু হয়েছে কেরলে ৷ জানা গিয়েছে 22 বছরের ওই যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন ৷ শনিবার ত্রিশূরের এক হাসপাতালে প্রাণ হারিয়েছেন ওই যুবক (suspected monkeypox death in Kerala) ৷ যদিও তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও না আসায়, ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷

যদি এই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তবে এটাই হবে ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর ঘটনা ৷ গত 21 জুলাই ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন ৷ কেরলের পালাক্কাড জেলায় ওই যুবকের বাড়ি বলে জানা গিয়েছে ৷ মাঙ্কিপক্স আক্রান্ত কি না, তা জানতে ওই যুবকের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠিয়েছে ৷ দেশে ফেরার পর ওই যুবক কোথায় কোথায় গিয়েছেন, কাদের সংস্পর্শে এসেছেন তা নিয়ে জেলা প্রশাসনকে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: মোদির জন্যই আপনারা আজ বেঁচে আছেন ! বিহারের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

জানা গিয়েছে, বাড়ি ফেরার পর গত 22 জুলাই ওই যুবক বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছিলেন ৷ ইতিমধ্যেই তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ 26 জুলাই ওই যুবকের জ্বর আসে ৷ তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

Last Updated :Jul 31, 2022, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.