ETV Bharat / bharat

Bihar Minister Comment on Modi: মোদির জন্যই আপনারা আজ বেঁচে আছেন ! বিহারের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

author img

By

Published : Jul 31, 2022, 7:55 PM IST

"নরেন্দ্র মোদির জন্যই আপনারা বেঁচে আছেন !" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা করতে গিয়ে এই মন্তব্যে (Bihar Minister Comment on Modi) কেন করলেন বিহারের মন্ত্রী (বিজেপি) রাম সুরত রাই (Ram Surat Rai) ?

Bihar Minister comment about Narendra Modi sparks new controversy
Bihar Minister Comment on Modi: মোদির জন্যই আপনারা আজ বেঁচে আছেন ! বিহারের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

মুজাফ্ফরপুর, 31 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিহারের মন্ত্রী (বিজেপি) রাম সুরত রাই (Ram Surat Rai) ৷ মুজফ্ফরপুরে একটি প্রকাশ্য সভার আয়োজন করা হয় শুক্রবার ৷ সেখানেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হন মন্ত্রীমশাই ৷ করোনাকালে কেন্দ্রের পক্ষ থেকে যে টিকাকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, তারও ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ উপস্থিত জনতার উদ্দেশে বলে বসেন, "নরেন্দ্র মোদির জন্যই আপনারা বেঁচে আছেন !"

মন্ত্রী তাঁর ভাষণে আরও অনেক দাবি করেন ৷ তাঁর কথায়, "কোভিড সারা বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে ৷ কিন্তু, ভারতের পরিস্থিতি মোটেও ততটা খারাপ হয়নি ৷ আপনারা পাকিস্তানের মানুষের সঙ্গে কথা বলুন ৷ টিভি এবং সংবাদমাধ্যমের সৌজন্যে আপনারা সব ঘটনাই জানেন ৷ আপনারা এখানে শান্তিতে এবং সন্তুষ্ট হয়ে বসবাস করছেন ৷ কারণ এখানে মোদি রয়েছেন ৷ যদি আজ আপনি বেঁচে থাকেন, তাহলে তার কৃতিত্ব একমাত্র মোদিরই ! যদি মোদি টিকা না আনতেন এবং মানুষকে তা বিনামূল্যে না দিতেন, তাহলে পরিস্থিতি অত্যন্ত খারাপ হত ৷ আমরা সকলেই আমাদের পরিবারে এবং বন্ধুদের মধ্য়ে করোনায় মৃত্যুর ঘটনা দেখেছি ৷ আমিও আমার আত্মীয়কে হারিয়েছি ৷"

আরও পড়ুন: Narendra Modi: আজাদি কা অমৃত মহোৎসব গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! 'মনের কথা' বললেন মোদি

গত 17 জুলাই ভারত কোভিড টিকার 200 কোটি ডোজ দেওয়ার সীমা পেরিয়ে যায় ৷ এই পথ পেরোতে ভারতের সময় লাগে 18 মাস ৷ এখনও পর্যন্ত সারা দেশে করোনা টিকার 204 কোটি 25 লক্ষ ডোজ দেওয়া হয়েছে ৷ এই প্রেক্ষাপটে বিজেপি-র বহু নেতা-মন্ত্রীকেই করোনার টিকাকরণ প্রক্রিয়া সফল করার জন্য মোদিকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে ৷ কিন্তু, রাম সুরত রাই যে মন্তব্য করেছেন, তা পুরনো সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে (Bihar Minister Comment on Modi) বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.