ETV Bharat / bharat

Militants attack in Srinagar : শ্রীনগরে পুলিশকে লক্ষ্য করে গুলি সন্দেহভাজন জঙ্গিদের

author img

By

Published : May 7, 2022, 12:55 PM IST

সন্দেহভাজন জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হল শনিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের আলি জান রোডে এক ​​পুলিশ কর্মী (Suspected Militants Shot at Cop in Srinagar) ৷ গুরুতর আহত হন ওই ব্যক্তি । আহত পুলিশের নাম গোলাম হাসান ৷ বর্তমানে তিনি এসকেআইএমএস সৌরাতে চিকিৎসাধীন ৷

Suspected Militants Shot at Cop in Srinagar
Shot

শ্রীনগর, 7 মে : শনিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের আলি জান রোডে এক ​​পুলিশ কর্মী গুলিবিদ্ধ হলেন সন্দেহভাজন জঙ্গিদের হাতে ৷ আহত কর্মীর নাম গোলাম হাসান (Suspected Militants Shot at Cop in Srinagar) ৷

এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গোলাম হাসান পুলিশ কন্ট্রোল রুম হেল্পলাইন 112-এ চালক হিসাবে কর্মরত ছিল ৷ তিনি আজ সকালে আলি জান রোডের আইওয়া ব্রিজের কাছে তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ।

আহত গোলাম হাসানকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য এসকেআইএমএস সৌরাতে নিয়ে যাওয়া হয় । অপরদিকে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে এলাকাটি ঘিরে রাখা হয়েছে ।

আরও পড়ুন : Delhi Police Vs Punjab Police : বাড়ি ফিরলেন বিজেপি নেতা বাগ্গা, পঞ্জাব পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দিল্লি পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.