ETV Bharat / bharat

Narendra Modi Gold Idol: বিজেপির জয়ে উচ্ছ্বসিত মোদিভক্ত, সোনায় খোদাই করলেন মূর্তি !

author img

By

Published : Jan 19, 2023, 1:38 PM IST

গত বছর গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি ৷ তা উদযাপন করতেই নরেন্দ্র মোদির সোনার মূর্তি তৈরি করলেন সুরাতের এক স্বর্ণকার (Narendra Modi Gold Idol) ৷

Surat Jewellers Carved Narendra Modi Gold Idol to celebrate BJP win in Gujarat Assembly Election 2022
সোনার মোদি

সুরাত, 19 জানুয়ারি: সম্প্রতি গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় ফিরেছে বিজেপি ৷ শুধু জয় নয়, রেকর্ড জয় পেয়েছে গেরুয়া শিবির । দলের তরফে এই জয়কে প্রধানমন্ত্রী তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জয় হিসাবেই তুলে ধরা হয়েছে ৷ মোদির সেই জয় উদযাপন করতে অভিনব আয়োজন করলেন তাঁর এক অনুগামী ৷ ওই ব্যক্তি পেশায় স্বর্ণকার ৷ নাম, সন্দীপ জৈন ৷ রাজ্যে বিজেপির ফের একবার ক্ষমতা দখল উপলক্ষে নরেন্দ্র মোদির মুখমণ্ডলের একটি ছোট্ট প্রতিরূপ (মূর্তি) গড়ে তুলেছেন তাঁর প্রতিষ্ঠানের স্বর্ণশিল্পীরা ৷ আর সেটা করা হয়েছে খাঁটি সোনা দিয়ে (Narendra Modi Gold Idol) !

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোদির ওই সোনালী প্রতিরূপ তৈরি করতে সময় লেগেছে প্রায় তিনমাস ৷ মহার্ঘ্য ধাতুতে প্রধানমন্ত্রীর অবিকল অবয়ব ফুটিয়ে তুলতে লাগাতার পরিশ্রম করেছেন 20 জন স্বর্ণশিল্পী ৷ আর এই গোটাটার জন্য খরচ হয়েছে কমবেশি 11 লক্ষ টাকা !

আরও পড়ুন: ব্রিটেনের লর্ড অফ হাউজে মোদি-সমর্থক ! বিবিসির সিরিজের তীব্র সমালোচনায় লর্ড ব়ামি

মোদির এই মূর্তিতে আছে 18 ক্যারেটের সোনা ৷ সূত্রের দাবি, যে মুহূর্তে বিজেপি তার ঐতিহাসিক জয় লাভ করে, তখনই এই মূর্তিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় ! মোদির ভক্ত ওই স্বর্ণকার জানিয়েছেন, এই পরিকল্পনা মাথায় আসার সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়িত করার প্রচেষ্টা শুরু করে দেন তিনি ৷ কোন কোন স্বর্ণশিল্পী এই কাজ করতে পারবেন, সেই বিষয়ে শুরু হয় খোঁজখবর ৷ কারণ, ওই স্বর্ণকার চেয়েছিলেন, সোনার মূর্তিটি যেন অবিকল মোদির মতোই দেখতে হয় ৷

এই ঘটনার কথা জানার পর সন্দীপ জৈনের মুখোমুখি হয়েছিল ইটিভি ভারত ৷ আমাদের প্রতিনিধিকে সন্দীপ বলেন, "আমরা ভারতে বসবাস করি ৷ আর এই দেশের মানুষ সোনা অত্যন্ত পছন্দ করেন ৷ সত্যি বলতে কী, আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গেলে ভাষায় কুলবে ! তাঁর প্রতি আমজনতার অনুভূতি সোনার থেকে কম দামি নয় ! মোদির প্রতি মানুষের এই অনুভূতিকে সম্মান জানাতেই আমরা প্রধানমন্ত্রীর সোনার প্রতিরূপ তৈরি করেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.