ETV Bharat / bharat

SC issues notice to ECI: ভোটার প্রোফাইলিং নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Dec 14, 2022, 6:20 PM IST

ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Voter ID Aadhar Link) করতে গিয়ে গোপন সফটওয়্যার ব্যবহার করেছে নির্বাচন কমিশন (ECI) ৷ এই অভিযোগ জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ সেই মামলায় বুধবার শীর্ষ আদালত নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনকে ৷

supreme-court-issues-notice-on-plea-alleging-voter-profiling-by-eci
SC issues notice to ECI: ভোটার প্রোফাইলিং নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: ভোটার কার্ডের (Voter ID) সঙ্গে আধারের লিঙ্ক (Voter ID Aadhar Link) করার সময় একটি গোপন সফটওয়্যার ব্যবহার করেছে নির্বাচন কমিশন (ECI) ৷ এই নিয়ে হায়দরাবাদের এক ইঞ্জিনিয়র শ্রীনিবাস কোদালি সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন ৷ তার ভিত্তিতে বুধবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূদের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে ৷

ওই বেঞ্চে বিচারপতি পিএস নরসিমাও রয়েছেন ৷ বেঞ্চের তরফে এই অভিযোগকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেছে ৷ শ্রীনিবাস তাঁর আবেদনে দাবি করেন, নির্বাচন কমিশন একটি নজরদারি তৈরি করেছে, যেখানে সাধারণের সংবেদনশীল তথ্য যেমন তাঁদের জাতি, বর্ণ, চিকিৎসা সংক্রান্ত ইতিহাস, আয় ইত্যাদি ভোটার কার্ডের তথ্যের সঙ্গে যুক্ত । তাই এবার রাজনীতিবিদরা এখন তাঁদের পছন্দের ভিত্তিতে লোকেদের আলাদা করতে সক্ষম হবেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রভাবিত হবে ।

আবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন 324 ধারার অধীনে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেনি ৷ আর জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে সরকার বা তাদের নিয়ন্ত্রণে থাকা ইলেকট্রনিক ডাটাবেসগুলির সাহায্য বা সহায়তা ছাড়াই ভোটার তালিকা (Voter List) প্রস্তুত করার জন্য যে নিষেধাজ্ঞা আছে, তাও মানেনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগে তেলঙ্গানা হাইকোর্টে (Telangana High Court) এই মামলা দায়ের করেছিলেন ওই ইঞ্জিনিয়র ৷ তবে তাঁর আবেদন ওই আদালত খারিজ করে দেয় ৷ তার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ তার ভিত্তিতেই নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত ৷ এখন দেখার নির্বাচন কমিশন কী জবাব দেয় !

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে শুনানির বিষয়ে বিবেচনা করা হবে, জানাল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.