ETV Bharat / bharat

আদানি-হিন্ডেনবার্গ মামলায় 3 মাসের মধ্যে সেবিকে তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 12:01 PM IST

Adani-Hindenburg Report: আদানি গোষ্ঠী সম্পর্কিত হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে মামলার শুনানিতে আজ শীর্ষ আদালত সেবিকে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিল ৷ এই নিয়ে পড়ুন ইটিভি ভারতের সুমিত সাক্সেনার বিস্তারিত রিপোর্ট ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 3 জানুয়ারি: সেবি এবং এফপিআই- এর কাজকর্মে গড়মিল আছে কি না, তা খতিয়ে দেখা সুপ্রিম কোর্টের কাজ নয় ৷ আর তাই আদানি গোষ্ঠী সংক্রান্ত হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে সিট গঠনের নির্দেশও দিতে পারে না আদালত ৷ এমনই মনে করেন শীর্ষ আদালতের বিচারপতিরা ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি চলছিল ৷ বুধবার শীর্ষ আদালতের সেই বেঞ্চই এমন পর্যবেক্ষণ দিল ৷ পাশাপাশি, আদালত জানায়, হিন্ডেনবার্গের মতো সংস্থার রিপোর্ট কোনও তদন্তের ভিত্তি হতে পারে না ৷ পাশাপাশি সেবিকে 3 মাসের মধ্য়ে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নিজেদের রায়ের উপসংহার পড়ে শোনাবার সময় প্রধান বিচারপতি বলেন, "সেবির কাজকর্মে হস্তক্ষেপ করার অধিকার আদালতের নেই ৷ তাছাড়া হস্তক্ষেপ করার কোনও সঙ্গত কারণও নেই ৷" একই সঙ্গে সেবি যে তদন্ত করছে, তাতেও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷

2023 সালের জানুয়ারি মাসের শেষদিকে মার্কিন শটসেলার সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসে ৷ তাতে দাবি করা হয়, শিল্পপতি গৌতম আদানির গ্রুপটি শেয়ারের দামে কারচুপি করেছে। বেনামি অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগ আনে হিন্ডেনবার্গ ৷ তবে আদানি গোষ্ঠী এই রিপোর্ট অস্বীকার করে তাকে ভিত্তিহীন বলে দাবি করে ৷ এই বিষয়ে 413 পাতার জবাব সামনে আনে আদানি গোষ্ঠী ৷ তবে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর দর পড়তে থাকে ৷ ক্ষতির সম্মুখীন হয় শিল্পপতি গৌতম আদানির সংস্থা ৷ এই বিতর্ক খতিয়ে দেখতে কমিটি তৈরি করে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ এম সাপ্রেমর নেতৃত্ব ছয় সদস্যের কমিটি গঠিত হয় ৷ পাশাপাশি তদন্ত করছে সেবিও। এবার এই সংক্রান্ত মামলার রায় দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:

  1. আদানি নিয়ে 24টির মধ্যে 22টির তদন্ত শেষ, সুপ্রিম কোর্টে জানাল সেবি
  2. আদানি গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তে সেবিকে অতিরিক্ত তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট
  3. আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.