ETV Bharat / bharat

Adani-Hindenburg case: আদানি নিয়ে 24টির মধ্যে 22টির তদন্ত শেষ, সুপ্রিম কোর্টে জানাল সেবি

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 8:02 PM IST

Updated : Aug 25, 2023, 10:50 PM IST

Adani-Hindenburg case
Adani-Hindenburg case

আদানি ও হিন্ডেনবার্গ বিতর্ক নিয়ে তদন্তে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেবি ৷ তারা জানিয়েছেন, আদানি নিয়ে 24টির মধ্য়ে 22টির তদন্ত শেষ ৷ দু’টি তদন্ত অন্তর্বর্তী পর্যায়ে রয়েছে ৷

নয়াদিল্লি, 25 অগস্ট: আদানি ও হিন্ডেনবার্গ বিতর্ক নিয়ে 24টি তদন্ত করছে সেবি ৷ সেই তদন্তগুলির মধ্যে 22টি শেষ হয়ে গিয়েছে ৷ 2টি ক্ষেত্রে তদন্ত অন্তর্বর্তী পর্যায়ে রয়েছে ৷ শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী এই সংস্থা এমনই তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টকে ৷

শীর্ষ আদালতে সেবির তরফে এই নিয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে ৷ সেখানেই তারা এই তথ্য জানিয়েছে ৷ ওই রিপোর্টে আদালতের কাছে সেবি আরও জানিয়েছে, 22টি চূড়ান্ত তদন্ত ও একটি অন্তর্বর্তী তদন্তের রিপোর্ট সেবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করানো হয়েছে ৷

রিপোর্টে আরও বলা হয়েছে, একটি অন্তর্বর্তী তদন্ত চলছে আদানির 13টি সংস্থা নিয়ে ৷ এই সংক্রান্ত বিষয়ে পাঁচটি দেশ থেকে এফপিআই বিষয়ক তথ্য চাওয়া হয়েছে ৷ সমস্ত তথ্য এলে তা যাচাই করে দেখা হবে ৷ তবে এই সংস্থাগুলির সঙ্গে যে বিদেশি বিনিয়োগকারীদের সম্পর্ক রয়েছে, তাঁরা মূলত কর ছাড় পাওয়া যায় এমন সব দেশে বসবাস করেন ৷ ফলে 12টি এফপিআই-এর ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অর্থনৈতিক স্বার্থের সংযোগ খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়িয়েছে ৷

সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে ইডি আরও দাবি করেছে 13টি ক্ষেত্রে লেনদেনের গরমিল খতিয়ে দেখা হচ্ছে ৷ দু’টি ক্ষেত্রে আইন অনুযায়ী শেয়ারের দর নির্ধারণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাছাড়া হিন্ডেনবার্গের রিপোর্টে যে সংস্থাগুলির নাম উল্লেখ করা হয়েছিল, সেইগুলোর সঙ্গে আদানির যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷

স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে যে সমস্ত খতিয়ে দেখার পর আইন অনুসারে তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে সেবি যথাযথ ব্যবস্থা নেবে ৷ সুপ্রিম কোর্ট গত 14 অগস্ট সেবির তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল । গত 11 জুলাই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু গত 14 অগস্ট, সেবি আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন-ভিত্তিক শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের করা অভিযোগের তদন্ত শেষ করার সময়সীমা 15 দিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে । এই মামলায় আগামী 29 অগস্ট শুনানির দিন ধার্য রয়েছে ৷

আরও পড়ুন: শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কী করা উচিত, কেন্দ্র ও সেবির উত্তর চাইল সুপ্রিম কোর্ট

Last Updated :Aug 25, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.