ETV Bharat / bharat

Sujan Chakroborty on KMC Election : পৌরসভার প্রশাসকদের জেলে যাওয়া উচিত, মন্তব্য সুজনের

author img

By

Published : Dec 4, 2021, 7:37 PM IST

কলকাতা পৌর নিগমের নির্বাচনের ঠিক আগেই নির্বাচন নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন সুজন চক্রবর্তী ৷ তার দাবি, পৌরসভা চলছে বেআইনিভাবে । আর পৌরসভার প্রশাসকরা বেআইনি খরচ করছেন । তাই প্রশাসকদের জেলে যাওয়া উচিত (Sujan says illegal municipality officials sholud be arrested) ।

sujan chakravorty
sujan chakravorty

কোচবিহার, 4 ডিসেম্বর : পশ্চিমবাংলায় পৌরসভা নির্বাচন হচ্ছে না । বহু পৌরসভা আছে, যেখানে তিন বছর ধরে কোনও নির্বাচন হচ্ছে না । সব পৌরসভায় চলছে বেআইনিভাবে । আর পৌরসভার প্রশাসকরা বেআইনি খরচ করছেন । তাই প্রশাসকদের জেলে যাওয়া উচিত (Sujan says illegal municipality officials sholud be arrested) । শনিবার বিকেলে কোচবিহারের দিনহাটায় সাংবাদিক সম্মেলনে ঠিক এভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ।

দিনহাটায় সিপিআইএমের এরিয়া কমিটি সম্মেলনে যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘পৌরসভা ভোট নিয়ে তৃণমূল দুশ্চিন্তায় আছে । তাই কলকাতা কর্পোরেশনের ভোট হচ্ছে । আর কলকাতা কর্পোরেশনের মানুষ যদি স্বাধীন ভাবে ভোট দিতে পারেন, তাহলে তৃণমূলের দুশ্চিন্তা আছে বলেই তারা অন্য পৌরসভাগুলোতে ভোট করতে চাইছে না ।’’

এদিনের সাংবাদিক বৈঠকে জোট প্রসঙ্গেও মুখ খোলেন সুজনবাবু ৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে জোট হয় ।’’ পৌরসভা নির্বাচনের বাস্তবতা এবং রাজ্য বা দেশের বাস্তবতা এক নয় বলে উল্লেখ করেন তিনি । কংগ্রেসের সঙ্গে জোটের ভবিষ্যৎ কী এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘রাজ্যে কারওরই কোনও ভবিষ্যত নেই । শিক্ষিত যুবক, কৃষক, সবার ভবিষ্যৎ শেষ করে দিয়েছে দিল্লিওয়ালারা । মানুষকে ঐক্যবদ্ধ করাটাই একমাত্র ভবিষ্যৎ । সেটাই আমরা করছি।’’

আরও পড়ুন : পেশীশক্তি নয়, উন্নয়নের তাসেই কলকাতা পৌরনিগম ভোটে জয়ের বার্তা অভিষেকের

পাশাপাশি তিনি বলেন, " কেউ কেউ মনে করছেন, তাই বলছেন যে দেশে বিরোধী রাজনীতি কংগ্রেসকে বাদ দিয়ে হয় না । এটা তারা মনে করছেন তাই তারা বলেছেন । আবার কেউ বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেমন আমি আমি করে বেড়াচ্ছে এবং একমাত্র বিরোধী জোটের মুখ যে আমি এই ভাব দেখাচ্ছে, তাতে আসলে মোদিজির স্বার্থ রক্ষা হচ্ছে।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.