ETV Bharat / bharat

Earthquake in Delhi: ফের ভূকম্পন দিল্লিতে, কেন্দ্রস্থল এবারও নেপাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 4:51 PM IST

Updated : Nov 6, 2023, 6:14 PM IST

Etv Bharat
Etv Bharat

শুক্রবার রাতেও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল ৷ সেই রেশ কাটতে না-কাটতে ফের সোমবার কেঁপে উঠল দিল্লি ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.8 ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: ভূকম্পনে ফের কেঁপে উঠল দিল্লি ৷ তিন দিনের মাথায় আবারও কম্পন অনুভূত হল রাজধানী ৷ এবারও ভূকম্পনের কেন্দ্রস্থল সেই নেপাল ৷ সোমবার 4টে 16 মিনিট নাগাদ নেপালে ফের ভূমিকম্প হয়েছে ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.8 ৷ আর তার জেরেই কেঁপে উঠল দিল্লিও ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ভূমিকম্পের খবর জানানো হয়েছে ৷

এর আগে, শুক্রবার রাতেও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল ৷ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 150। আহত হয়েছিলেন বহু মানুষ ৷ খবর পেয়েই সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। নেপালের সেই ভূকম্পনের প্রভাবে কেঁপে উঠেছিল দিল্লির মাটিও। দিল্লি ছাড়া এনসিআর, অযোধ্যা, লখনউ, বিহার-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন। সেই সঙ্গে এই ঘটনা আবারও একবার মনে করাচ্ছে 2015 সালের সেই ভয়ংকর পরিস্থিতি ৷ সেই রেশ কাটতে না-কাটতে ফের এদিন বিকালে কেঁপে উঠল দিল্লি ৷

এদিন রিখটার স্কেলে 5.8 মাত্রার ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয় নেপালের জাজারকোট এবং আশেপাশের অঞ্চলে ৷ এদিনের কম্পনের ফলে প্রাথমিকভাবে অবশ্য কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে এদন বিকেল সাড়ে চারটে নাগাদ জাজারকোট এবং তার আশেপাশের এলাকায় ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে ৷ ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার-এর তথ্য অনুসারে এদিনের কম্পনের কেন্দ্রস্থল ছিল জাজারকোটের রামিডান্ডা।

আরও পড়ুন: দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো

এদিনের কম্পন কাঠমান্ডু এবং দিল্লিতেও অনুভূত হয়েছিল ৷ যার জেরে মানুষের মধ্যে ফের আতঙ্কের সৃষ্টি হয়। ন্যাশনাল সিসমোলজিক্যাল কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, এদিন বিকেলে পর পর দু'বার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে ৷ প্রথমটির মাত্রা ছিল 5.8 এবং দ্বিতীয়টি 4.5 ৷ এর আগে শুক্রবার মধ্যরাতের ঠিক আগে নেপালের পশ্চিমাঞ্চলে 6.4 মাত্রার ভূমিকম্পে এখনও পর্যন্ত 153 জনের মৃত্যু হয়েছে।

Last Updated :Nov 6, 2023, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.