ETV Bharat / bharat

Sonia-Rahul in Bhopal: সোনিয়া-রাহুলদের বিমান ভোপালে কেন নামল ? তথ্য বিভ্রাটে তুঙ্গে জল্পনা

author img

By

Published : Jul 19, 2023, 8:06 AM IST

Updated : Jul 19, 2023, 8:43 AM IST

ETV Bharat
সোনিয়া ও রাহুল গান্ধি

গতকাল দু'দিনের বিরোধী জোটের বৈঠক শেষ হয়েছে ৷ এরপর বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে দিল্লি যাচ্ছিলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ মাঝপথে মধ্যপ্রদেশের ভোপালে অবতরণ করে তাঁদের বিমানটি ৷ এই অবতারণের কারণ নিয়ে নানা মুনির নানা মত ৷

ভোপাল, 18 জুলাই: রাজধানী ফেরার পথে হঠাৎ মধ্যপ্রদেশে অবতরণ করে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির চার্টার্ড বিমান ৷ সূত্রের খবর, খারাপ আবহাওয়ার জন্য তাঁদের বিমানটিকে ভোপাল বিমানবন্দরে নামানো হয় ৷ মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর বিরোধী বৈঠক শেষে দিল্লি ফিরছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ৷ মাঝপথে ভোপালে নামেন তাঁরা ৷ যদিও এটিকে জরুরি অবতরণ বলতে রাজি নন বিমানবন্দরের অধিকর্তা রামজী আওয়াস্তি ৷ তিনি বলেন, "এটা জরুরি অবতরণ নয় ৷ কয়েকটি প্রয়োজনের ভিত্তিতে বিমানটিকে নামানো হয়েছিল ৷"

আবার ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণ ছরি মিশ্র একটি সংবাদসংস্থাকে বলেন, "বিমানটি রাজা ভোজ বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করেছিল ৷" এর বেশি কিছু তিনি বলতে চাননি ৷ পাশাপাশি প্রদেশ কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে সোনিয়া-রাহুলের বিমানটি হঠাৎ ভোপালে অবতরণ করে ৷ এই বক্তব্যকেই সমর্থন করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী তথা মধ্যপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভা ওজা ৷ তিনি বলেন, "সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির বিমান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছিল ৷" অতএব ঠিক কী হয়েছিল তা কোনও পক্ষই নিশ্চিত করে বলতে পারছে না।

আরও পড়ুন: 'বিরোধী জোট ক্ষমতালোভী, এনডিএ রামধনু'; এনডিএ বৈঠকে মন্তব্য মোদির

এদিকে, সোনিয়া গান্ধির এই হঠাৎ ভোপাল বিমানবন্দরে পৌঁছনোর খবরে মধ্যপ্রদেশ কংগ্রেস নেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ শোভা ওজা-সহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচোরি, বিধায়ক পিসি শর্মা, আরিফ মাসুদ, কুণাল চৌধরী সঙ্গে সঙ্গে ভোপাল বিমানবন্দরে ছুটে যান ৷ সেখানে লাউঞ্জে তাঁরা সোনিয়া ও রাহুলের সঙ্গে দেখা করে তাঁদের এই জরুরিভিত্তিতে বিমান নামানো নিয়ে খোঁজখবর নেন ৷ পরে সাংবাদিকদের ওজা জানান, রাত সাড়ে 9টা নাগাদ ইন্ডিগোর একটি বিমানে দিল্লি় রওনা দেন সোনিয়া-রাহুল ৷

Last Updated :Jul 19, 2023, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.