ETV Bharat / bharat

মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ, ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারল ছেলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:59 PM IST

Allegedly Murder for Extramarital Affair: মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ৷ এই সন্দেহে ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারল যুবক ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবায় ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কোরবা, 21 নভেম্বর: বেসবল ব্যাট দিয়ে মাঝবয়সি ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা নগরীর দারিপাড়া এলাকায় ৷ গ্রেফতার অভিযুক্ত ৷ এই ঘটনার পিছনে অবৈধ সম্পর্কের যোগ রয়েছে বলে পুলিশের অনুমান ৷

পুলিশের তত্ত্ব অনুযায়ী, খুনের ঘটনায় অভিযুক্ত সুমিত দাসের মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মৃত ইঞ্জিনিয়ার নরেন্দ্র পালসি ৷ তাতেই অসন্তুষ্ট ছিলেন সুমিত ৷ তিনি সন্দেহ করেছিলেন যে, তার মায়ের সঙ্গে বোধহয় নরেন্দ্রর অবৈধ সম্পর্ক রয়েছে ৷ সেই সন্দেহ থেকেই বেসবল ব্য়াট দিয়ে ইঞ্জিনিয়ার নরেন্দ্রকে পিটিয়ে হত্যা করে সুমিত ৷ খবর পেয়ে তদন্তে নামে পুলিশ ৷ খুনের কয়েকঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

এদিকে খুনের ঘটনায় সংশ্লিষ্ট কলোনিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ইঞ্জিনিয়ার নরেন্দ্র পালসি দারি থানা এলাকায় থাকতেন ৷ অভিযুক্ত সুমিত যখনই জানতে পারে যে নরেন্দ্র তার বাড়িতে পৌঁছেছে তৎক্ষণাৎ তিনিও বাড়িতে যান ৷ সেই সময় বাড়ির সিঁড়ি দিয়ে নামছিলেন নরেন্দ্র ৷ কিছু বুঝে ওঠার আগেই সুমিত সঙ্গে সঙ্গে বেসবল ব্যাট নিয়ে নরেন্দ্রর উপর হামলা চালায় ৷ আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় নরেন্দ্রর ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে ৷

খুনের পিছনে অবৈধ সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ পুলিশের ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশের আশা, অভিযুক্ত শিগগিরই তার অপরাধ স্বীকার করবে ৷ অভিযুক্তের পরিচিতদের খুঁজতেও চালানো হচ্ছে তল্লাশি ৷ আশা করা হচ্ছে, তদন্ত শেষ হলে শিগগিরই পুলিশ এই হত্যার যোগসূত্র বের করে পুরো বিষয়টি উদঘাটন করবে । তবে এই হত্যার পর থেকেই আতঙ্কিত সংশ্লিষ্ট কলোনির লোকজন ৷

এই ঘটনায় কোরবার অতিরিক্ত এসপি অভিষেক বর্মা জানান, বেসবল ব্যাট দিয়ে মারাত্মকভাবে এক ব্যক্তিকে আক্রমণ করা হয়েছে ৷ আঘাত এতটাই গুরুতর ছিল যে ব্যক্তির মৃত্যু হয় ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে ৷

আরও পড়ুন :

1 ঋণ-পারিবারিক বিবাদের জের, রাজস্থানে স্ত্রী ও দুই মেয়েকে খুন যুবকের !

2 নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.