ETV Bharat / bharat

Siliguri : মহানন্দায় জলস্ফীতি, সমস্ত সেতুর টেকনিক্যাল অডিটের সিদ্ধান্ত প্রশাসক বোর্ডের

author img

By

Published : Oct 21, 2021, 10:27 PM IST

Siliguri
মহানন্দায় জলস্ফীতি, সমস্ত সেতুর টেকনিক্যাল অডিটের সিদ্ধান্ত প্রশাসক বোর্ডের

প্রশাসক বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন পৌরনিগমের চেয়ারম্যান গৌতম দেব, রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী, শিলিগুড়ি মহকুমাশাসক শিবরাজ ভেঙ্কটরাও পাটিল, শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া-সহ অন্যান্যরা ৷

শিলিগুড়ি, 21 অক্টোবর : টানা বৃষ্টির ফলে মহানন্দা নদীর জলস্ফীতির কারণে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল । যার ফলে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল জেলা প্রশাসন । তার জেরে 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটে । ওই ঘটনার পরই নড়েচড়ে বসে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড । শিলিগুড়ি পৌরনিগমের অধীনে থাকা সমস্ত সেতুর টেকনিক্যাল অডিট করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসক বোর্ড ।

আরও পড়ুন : Gariahat Double Murder : "খুন করতে নিষেধ করেছিলাম স্যার", স্বীকারোক্তি ধৃত মিঠুর

বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগমের পূর্ত দফতর জেলা প্রশাসন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মণ্ডলী । সেখানেই সমস্ত সেতুর টেকনিক্যাল অডিট করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসক বোর্ড ৷ কলকাতার একটি সংস্থার মাধ্যমে সমস্ত সেতুর পরিস্থিতি যাচাই করে দেখার পাশাপাশি সেগুলি যুদ্ধকালীন তৎপরতায় সাড়াই এবং মেরামতের কাজে নামবে পৌরনিগম । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই সিদ্ধান্তের কথা জানান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ।

পাশাপাশি তিনি বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে শহরে পুরো এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে ৷ সেগুলির পরিস্থিতি খতিয়ে দেখার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে । বালাসন শহরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে থাকা সেতুগুলোর পরিস্থিতি যাচাই করতে কলকাতা থেকে একটি বিশেষ দল পরিদর্শনে আসছে । সেই সংস্থার সদস্যরা রিপোর্ট দিলে সেই অনুযায়ী দ্রুত মেরামত এবং সংস্কারের কাজে নামবে বলে জানিয়েছেন তিনি । পাশাপাশি বালাসন সেতু বন্ধ থাকায় শিলিগুড়ি শহরে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে, যার জেরে দমকল বিভাগকে কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ।

এছাড়াও বিপর্যয় মোকাবিলা দলের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর শহরে নিকাশি ব্যবস্থা এবং নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর উপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম । কন্ট্রোল রুম খোলার পাশাপাশি বিপর্যয় ক্ষতিগ্রস্ত পরিবারদের নিরাপদ আশ্রয় রাখার জন্য বেশ কয়েকটি প্রস্তুত রাখা হয়েছে পৌরনিগমের তরফে । সেচ দফতরের সঙ্গে যোগাযোগ রেখে নদীর জলস্ফীতির পরিস্থিতির উপর বিশেষ নজরদারি চালাবে পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.