ETV Bharat / bharat

Sikh Delegation Meets Nirmala: খালিস্তানি আন্দোলন কমে এসেছে, মোদি সরকারের প্রশংসায় মার্কিন-শিখরা

author img

By

Published : Apr 11, 2023, 2:33 PM IST

FM Sitharaman
নির্মলা সীতারমন

আমেরিকাতে খালিস্তানি আন্দোলন আগের থেকে স্তিমিত ৷ এর জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের প্রশংসা করল শিখ সম্প্রদায় ৷ আমেরিকায় সফররত নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করল শিখ প্রতিনিধি দল ৷

ওয়াশিংটন, 11 এপ্রিল: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এখন আমেরিকা সফরে ৷ সেখানে তাঁর সঙ্গে দেখা করল শিখ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল ৷ শিখদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছু পদক্ষেপ করেছেন ৷ এই সম্প্রদায় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরে অনেক দাবিদাওয়া করে আসছে ৷ কিন্তু তার ফলে এই বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলন স্তিমিত হয়ে এসেছে ৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এ কথা জানান শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দলটি ৷

এই দলের নেতৃত্ব দেন চেয়ারম্যান যশদীপ (জাসসি) সিং এবং সভাপতি কানওয়ালজিৎ সিং সোনি ৷ প্রতিনিধি দলটি অর্থমন্ত্রীকে ঐতিহ্যবাহী সারোপা, স্মারক ও ফুল দিয়ে সংবর্ধনা জানান ৷ বিগত ন'বছরে মোদি সরকারের শিখ সম্প্রদায়ের জন্য যে সব পদক্ষেপ করেছেন, তার জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রশংসা করে এই প্রতিনিধি দলটি ৷ জাসসি সিং জানান, প্রধানমন্ত্রীর এই বন্দোবস্তের জন্য আমেরিকা থেকে খালিস্তানপন্থী আন্দোলনের রেশ অনেকটা কমেছে ৷

নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকের সংবাদমাধ্যমে তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কম জায়গায় মুষ্টিমেয় কিছু খালিস্তানি রয়েছে ৷ তাদের জন্য বিশাল শিখ সম্প্রদায়ের বদনাম হচ্ছে ৷" প্রতিনিধি দলটি জানায়, শিখরা জাতীয়তাবাদী এবং অখণ্ড ভারতের পাশে রয়েছে ৷ ভারতীয় পরিকাঠামো ও ভারতীয় সংবিধানের মধ্যেই শিখদের সব সমস্যার সমাধান হবে ৷

দীর্ঘ সময় ধরে অশান্ত ছিল পঞ্জাব ৷ জাসসি অর্থমন্ত্রীকে অনুরোধ করেন, পঞ্জাবের উপর এই সন্ত্রাসের বোঝা চেপে রয়েছে ৷ সরকার যেন এই রাজ্যকে ক্ষমা করে দেয় এবং একে একটি শিল্পোন্নত রাজ্য হিসেবে গঠনের উদ্যোগ নেয় ৷ পঞ্জাবে যাতে বিনিয়োগ হয় এবং এতে রাজ্যের তরুণদের কর্মসংস্থার হবে ৷ তাদের ভবিষ্যৎ আরও ভালো হতে পারে ৷

ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন নির্মলা ৷ এই সংগঠনের জাতীয় সভাপতি আদাপা প্রসাদ ৷ অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসে কীভাবে মোদি সরকার ভারতকে রূপান্তরিত করেছে এবং দেশকে বৃদ্ধির পথে নিয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: পানিট্যাংকিতে ইডিআই পরিষেবা চালু অর্থমন্ত্রীর, আরও সহজ সীমান্ত পারাপার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.