ETV Bharat / bharat

Shivasena may join UPA : রাহুলের সঙ্গে বৈঠকের পরই ইউপিএ-তে যোগদানের ইঙ্গিত শিবসেনার

author img

By

Published : Dec 7, 2021, 9:07 PM IST

আজ, মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ৷ সেই বৈঠক সেরে বেরিয়ে তিনি এই মন্তব্য করেন (Shivasena may join upa) ৷

shivsena hints to join upa after rahul gandhi sanjay raut meeting
Shivasena may join UPA : রাহুলের সঙ্গে বৈঠকের পরই ইউপিএ-তে যোগদানের ইঙ্গিত শিবসেনার

নয়াদিল্লি, 7 ডিসেম্বর : কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট তৈরি করা মানে মোদি সরকারের হাত শক্ত করা ৷ কয়েকদিন আগেই মুখপত্র সামনার সম্পাদকীয় কলামের মাধ্যমে জানিয়ে দিয়েছে শিবসেনা ৷ তার পর মঙ্গলবার দলের সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউতের তাৎপর্যপূর্ণ মন্তব্য যে ইউপিএ-তে তারা সামিল হতে পারে কি না, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে (shivsena hints to join upa after rahul gandhi sanjay raut meeting) ৷

শিবসেনা বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গীদের মধ্যে অন্যতম ছিল ৷ অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের সূচনার সময় যখন এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তৈরি হয়, তখন থেকে শিবসেনা তার শরিক ছিল৷ বছর দুয়েক আগে তারা এনডিএ থেকে সরে যায় ৷ তার পর কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার তৈরি করে ৷ কিন্তু তার পরও ইউপিএ-তে সরাসরি যোগ দেয়নি ৷

আজ, মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বাসভবনে গিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Shivsena congress meeting) ৷ সেখানে তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয় ৷ সেই বৈঠকের পরই ইটিভি ভারতের কাছে ইউপিএ-তে যোগ দেওয়া নিয়ে এই মন্তব্য করেন তিনি ৷

রাহুলের সঙ্গে বৈঠকের পরই ইউপিএ-তে যোগদানের ইঙ্গিত শিবসেনার

জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, গত মে মাসের পর থেকে জাতীয় রাজনীতিতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল ৷ আর রাজ্যে রাজ্যে কংগ্রেস ভেঙেই তাদের শক্তি বাড়ছে ৷ বিজেপি বিরোধিতার প্রশ্নে রোজ কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে ঘাসফুল শিবির ৷ বিজেপিকে হারাতে ব্যর্থ হয়ে কংগ্রেস ডিপ ফ্রিজে চলে গিয়েছে বলেও কটাক্ষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

দিন কয়েক আগে মুম্বই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তাঁর সঙ্গে দেখা হয় সঞ্জয় রাউতের ৷ তিনি মহারাষ্ট্রের মন্ত্রী তথা সেখানকার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে মমতার কাছে গিয়েছিলেন ৷ পরের দিন শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতা ৷ এনসিপি সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে জানিয়ে দেন যে ইউপিএ বলে কিছু নেই ৷ বিজেপি বিরোধী জোট তৈরি হবে নতুন করে ৷

আরও পড়ুন : Rahul Gandhi gives adjournment motion notice : কৃষকদের দাবি নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের

ফলে প্রশ্ন উঠতে থাকে যে তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়েই বিরোধীরা একজোট হবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে ? কিন্তু সেই প্রশ্নের উত্তর আসার আগে নতুন প্রশ্নের জন্ম দিলেন সঞ্জয় রাউত৷ তাহলে কি কংগ্রেস ও তৃণমূল আলাদা জোট তৈরি করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.