ETV Bharat / bharat

Rahul Gandhi gives adjournment motion notice : কৃষকদের দাবি নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের

author img

By

Published : Dec 7, 2021, 11:04 AM IST

Updated : Dec 7, 2021, 12:18 PM IST

Rahul Gandhi gives adjournment motion notice in LokSabha over farmers demand
কৃষকদের দাবি নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের

কৃষকদের দাবি (farmers demand) নিয়ে আলোচনা চেয়ে সংসদের (Winter session) উভয় কক্ষে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস ৷ লোকসভায় প্রস্তাব আনেন রাহুল গান্ধি (Rahul Gandhi gives adjournment motion notice)৷

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: কৃষকদের দাবিকে (farmers demand) সামনে রেখে শীতকালীন অধিবেশনে (Winter session) সংসদের উভয় কক্ষে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস ৷ তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন যে কৃষকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনার দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi gives adjournment motion notice)৷

অপরদিকে, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন আনার জন্য কৃষকরা যে দাবি জানিয়েছেন, তা নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব এনেছেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুদা ৷ কৃষি আইন নিয়ে বিক্ষোভের সময় মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: BJP Parliamentary Party meeting : সংসদীয় বৈঠকে মোদিকে সম্মাননা বিজেপির

মঙ্গলবার লোকসভায় মুলতুবি প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারিও ৷ তাঁর দাবি ছিল চিন ইস্যুকে ঘিরে ৷ অরুণাচলপ্রদেশ ও ডোকলামে চিন গ্রাম তৈরি করে ফেলেছে বলে যে খবর প্রকাশ্যে এসেছে, তা নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনেন মণীশ তিওয়ারি ৷

আরও পড়ুন: Opposition Protest against 12 MPs suspension : 12 সাংসদকে বরখাস্তে তপ্ত সংসদ, কালো কাপড় বেঁধে বিক্ষোভ বিরোধীদের

কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সাংসদদের একচেটিয়া কোটা বন্ধ করার দাবিতে রাজ্যসভায় জিরো আওয়ার নোটিস দেন বিজেপি সাংসদ সুশীল মোদি ৷ আজও অধিবেশন শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ ৷ বরখাস্ত হওয়া 12 জন সাংসদকে ফিরিয়ে আনার দাবিতে এ দিন সংসদের উচ্চকক্ষ ফের সরগরম হয়ে ওঠে ৷ বাদল অধিবেশনে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে সাসপেন্ড হওয়া সাংসদদের রাজ্যসভায় ফিরিয়ে আনার দাবিতে আবারও একযোগে সরব হয় বিরোধী দলগুলি ৷ এই নিয়ে শাসক ও বিরোধী দলের সাংসদদের মধ্যে হই-হট্টগোলের জেরে দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷

আরও পড়ুন : Opposition Walk Out RajyaSabha: 12 সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভায় ওয়াক-আউট বিরোধীদের

Last Updated :Dec 7, 2021, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.