ETV Bharat / bharat

Sanjay Raut: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের জামিন

author img

By

Published : Nov 9, 2022, 1:44 PM IST

Updated : Nov 9, 2022, 2:09 PM IST

জামিন হল শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের (Shiv Sena MP Sanjay Raut) ৷ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত ৷ তিনি একটি জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত ৷

Shiv Sena MP Sanjay Raut Gets Bail in Patra Chawl land scam case
Sanjay Raut: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের জামিন

মুম্বই (মহারাষ্ট্র), 9 নভেম্বর: অবশেষে জামিন পেলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Shiv Sena MP Sanjay Raut) ৷ বুধবার মুম্বইয়ের পিএমএলএ আদালত (PMLA Court) তাঁর জামিন মঞ্জুর করে ৷ তিনি পাত্রা চল জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত (Patra Chawl Land Scam) ৷ এই মামলাতেই তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷

মুম্বইয়ের গোরেগাঁওতে ওই চল অবস্থিত ৷ সেই চলের পুনর্নির্মাণে আর্থিক দুর্নীতি (Money Laundering) হয়েছে বলে অভিযোগ ৷ আর্থিক তছরূপ বিরোধী আইনে মামলা দায়ের হয় ৷ তদন্ত শুরু করে ইডি ৷ সেই মামলাতেই গত জুলাইয়ে গ্রেফতার করা হয় সঞ্জয় রাউতকে ৷

ইডি (ED) অবশ্য জামিনের বিরোধিতা করেছিল ৷ কিন্তু সেই আপত্তি খারিজ করে বিচারক জামিন দেন সঞ্জয় রাউতকে ৷ সঞ্জয় বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন ৷ তাঁকে রাখা হয়েছিল মুম্বইয়ের আর্থার রোড জেলে ৷

সঞ্জয়ের গ্রেফতারির পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিল শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির ৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তারা অভিযোগ করেছিল ৷ জামিনের আর্জিতেও সেই বিষয়টি উল্লেখ করেন রাউতের আইনজীবী ৷

জামিনের খবর সামনে আসার পর এখনও শিবসেনার উদ্ধব শিবির থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ আর জানাও যায়নি যে কখন জেল থেকে ছাড়া পাবেন সঞ্জয় ৷ তবে তিনি যেহেতু বরাবরই বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছেন ৷ ফলে জেলের বাইরে আসে আবারও নরেন্দ্র মোদির (Narendra Modi) দলকে তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করবেন বলেই অনুমান রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন: শিবসেনায় বিপ্লব ঘটাবে নতুন নির্বাচনী প্রতীক, বিশ্বাস সঞ্জয় রাউতের

Last Updated : Nov 9, 2022, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.