ETV Bharat / bharat

Shashi Tharoor: নির্বাচনী ইস্তাহারে ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র, নিঃশর্ত ক্ষমা চাইলেন শশী

author img

By

Published : Sep 30, 2022, 7:42 PM IST

Shashi Tharoor Apologise Unconditionally for Controversy over wrong Map of India in his Poll Manifesto
Shashi Tharoor: নির্বাচনী ইস্তাহারে ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র, নিঃশর্ত ক্ষমা চাইলেন শশী

'নিঃশর্ত ক্ষমা প্রার্থনা' (Apologise Unconditionally) করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের (Congress President Election) অন্যতম প্রার্থী শশী থারুর (Shashi Tharoor) ৷ তাঁর নির্বাচনী ইস্তাহারে (Poll Manifesto) ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র (Controversy over wrong Map of India) ছাপার জন্য ক্ষমা চেয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদের জন্য নির্বাচনে (Congress President Election) লড়ছেন দলের প্রবীণ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ শুক্রবার তিনি তাঁর নির্বাচনী ইস্তাহার (Poll Manifesto) প্রকাশ্যে আসতেই শুরু নয়া বিতর্ক ৷ কারণ, ইস্তাহারে ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখের একাংশ উধাও হয়ে গিয়েছিল (Controversy over wrong Map of India) ! এই খুঁত নজরে আসরে নামে বিজেপি ৷ তাদের একের পর এক কটাক্ষের জবাব দেয় কংগ্রেসও ৷ যদিও সূত্রের দাবি, ইতিমধ্য়েই এই ঘটনার জন্য 'নিঃশর্ত ক্ষমা প্রার্থনা' (Apologise Unconditionally) করেছেন শশী ৷ পরবর্তীতে এই 'গুরুতর ত্রুটি' শুধরেও নেওয়া হয়েছে ৷

বিষয়টি নিয়ে টুইটারে ঝড় তুলেছেন গেরুয়া শিবিরে নেতা থেকে শুরু করে বিজেপি-এর অনুগামী ও সমর্থকরা ৷ টুইট করেছেন বিজেপি-এর আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ পালটা জবাব দিয়েছেন জয়রাম রমেশ ৷ তাঁর বক্তব্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) দেখে ভয় পেয়েছে বিজেপি ৷ সেই কারণেই শশী থারুরের নির্বাচনী ইস্তাহারের গুরুতর ত্রুটিকে হাতিয়ার করে রাহুল গান্ধি ও কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে ৷ একইসঙ্গে, 'শশী থারুরের নির্বাচনী ইস্তাহারের গুরুতর ত্রুটি' থেকে দূরত্ব বজায় রাখতেও ভোলেননি জয়রাম ৷ তিনি জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটল, তার উত্তর একমাত্র শশী থারুর এবং তাঁর 'টিম'-এর সদস্যরাই দিতে পারবেন !

  • The BJP is clearly panicking now that the Bharat Jodo Yatra has entered Karnataka. The “I Troll Cell” (IT Cell) of the BJP will look for any flimsy excuse to target and tarnish the #BharatJodoYatra and @RahulGandhi. Only Dr. Tharoor and his team can explain this egregious error. pic.twitter.com/3GMYj19js3

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচনে নতুন প্রার্থী হতে পারেন মল্লিকার্জুন, সরে দাঁড়ালেন দিগ্বিজয়

প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্য়েই অনেক জলঘোলা হয়েছে ৷ আগামী 17 অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই ভোটে শশীর প্রধান প্রতিপক্ষ হলেন দলের অন্যতম প্রবীণ এবং প্রথম সারির নেতা তথা রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ সূত্রের দাবি, খাড়গের সঙ্গে গান্ধি পরিবারের সমর্থন রয়েছে ৷ যা তাঁকে অনেকটাই শক্ত ভিত দেবে ৷ এছাড়াও, নির্বাচনের এই দৌড়ে সামিল হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠী ৷ এই ভোটের ফল ঘোষণা হবে আগামী 19 অক্টোবর ৷

প্রসঙ্গত, গত 20 বছরে এই প্রথম গান্ধি পরিবারের বাইরের কোনও নেতার হাতে কংগ্রেসের নেতৃত্ব যেতে চলেছে ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্য়া, কংগ্রেসে গান্ধি পরিবারের একাধিপত্য কায়েম থাকাতেই বারবার বিরোধীরা, বিশেষ করে বিজেপি পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছে ৷ বিরোধীদের সেই অস্ত্র ভোঁতা করতেই সভাপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধি ৷ দূরত্ব বজায় রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.