ETV Bharat / bharat

Sharad Pawar: পদ্ম বদলে ওয়াশিং মেশিনকে ভোটের প্রতীক করুক বিজেপি, তবেই সাফ দুর্নীতি; কটাক্ষ পাওয়ারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 7:59 PM IST

Sharad Pawar
শরদ পাওয়ার

Sharad Pawar Slams BJP: এনসিপি-র বর্ধিত ওয়ার্কিং কমিটিতে বিজেপিকে একহাত নিলেন শরদ পাওয়ার ৷ তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির অপব্যবহার করছে গেরুয়া শিবির ৷ লিখছেন ইটিভি ভারতের সৌরভ শর্মা ৷

নয়াদিল্লি, 5 অক্টোবর: জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) যুদ্ধরত দুই গোষ্ঠীর বিষয়ে নির্বাচন কমিশনের শুনানির ঠিক এক দিন আগে দলের সভাপতি শারদ পাওয়ার একহাত নিলেন গেরুয়া শিবিরকে ৷ বৃহস্পতিবার তিনি বলেন, বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মকে বদলে ওয়াশিং মেশিন করে দেওয়া উচিত । পাওয়ারের দাবি, এমন অনেক নেতার উদাহরণ আছে, যাঁদের দুর্নীতিবাজ বলা হলেও তাঁরা গেরুয়া শিবিরে যোগদানের পরপরই নির্দোষ হয়ে গিয়েছেন ।

দিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় এনসিপি-র বর্ধিত ওয়ার্কিং কমিটিতে ভাষণ দেওয়ার সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির অপব্যবহার করছে বিজেপি ৷

পাওয়ারের কথায়, "এক দশক আগে কেউ কি ইডি বা সিবিআইয়ের কথা শুনেছিল ? এর মানে এই নয় যে, এই সংস্থাগুলি কখনও ছিল না । তবে রাজনৈতিক লক্ষ্য স্থির করার জন্য এ গুলি কখনওই ব্যবহার করা হয়নি । কিন্তু মোদির শাসনকালে এই সংস্থাগুলি বেছে বেছে বিরোধী এবং মিডিয়াকে লক্ষ্য করার জন্য ব্যবহার করা হচ্ছে ৷"

এনসিপি-র মধ্যে বিভাজনের ফলে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন দলের রাজনৈতিক সংকট প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ বলেন, "যেভাবে এই আট জন মন্ত্রীকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, পুরো দেশ তা প্রত্যক্ষ করেছে ৷ এখন তাঁরা দাবি করছেন যে, এনসিপি ও তার প্রতীকের উপর তাঁদের কর্তৃত্ব রয়েছে ৷ আমি আপনাকে বলি, যখন তাঁরা সবাই মহারাষ্ট্রের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, তখন তাঁরা সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন । সেই সময়, তাঁরা আমাকে বলেছিলেন যে, তাঁদের ইডিকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁদের বলা হয়েছিল বিজেপিতে যোগ দিন নয়তো ইডি-র রোষের মুখোমুখি হবেন ।"

আরও পড়ুন: 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের

গত 2 জুলাই তাঁর ভাইপো অজিত পাওয়ার এবং আটজন বিধায়ক মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে সরকারে যোগ দেওয়ার পরই শরদ পাওয়ার প্রতিষ্ঠিত এনসিপি-তে ভাঙন ধরে ও মহারাষ্ট্রে রাজনৈতিক শোরগোল পড়ে যায় ৷ এনসিপি-র আবেদনের বিষয়ে আগামিকাল অর্থাৎ 6 অক্টোবর শুনানি হবে নির্বাচন কমিশনে এবং সম্ভবত তারা রায় ঘোষণা করবে ৷

এ বিষয়ে শরদ পাওয়ার বলেন যে, তিনি আশা করেন যে নির্বাচন কমিশন ন্যায়বিচার করবে । তাঁর কথায়, "সবার চোখ এখন ভোট কমিটির দিকে ৷ " তিনি আরও বলেন, "সবাই জানে কে এনসিপি নেতা । কিন্তু কিছু লোক আছেন যাঁরা এই দল এবং এর প্রতীক কেড়ে নিতে চান । কিন্তু তাঁরা প্রতীক কেড়ে নিলেও মানুষ আমাদের সমর্থন করতে থাকবে । জনগণকে বোকা বানানো যাবে না ৷"

প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে এ দিন পাওয়ার বলেন যে, তিনি ইন্দিরা গান্ধি, এইচডি দেবগৌড়া, নরসিমহা রাও, মোরারজি দেশাই-সহ বেশ কয়েকজন পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন । পাওয়ার বলেন, "তাঁরা কোনও উন্নয়ন-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন করার সময় কোনও রাজনৈতিক বক্তৃতা দেননি, তা সে রেললাইন, ট্রেন বা প্রতিরক্ষা-সম্পর্কিত প্রকল্প হোক না কেন । কিন্তু যখনই প্রধানমন্ত্রী মোদি যান, তিনি রাজনৈতিক বক্তৃতা দেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.