ETV Bharat / bharat

Sharad Pawar: এনসিপির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা শরদ পাওয়ারের

author img

By

Published : May 2, 2023, 1:58 PM IST

Updated : May 2, 2023, 2:27 PM IST

জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় খবর ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতির পদ ছাড়ছেন শরদ পাওয়ার ৷ মঙ্গলবার মুম্বইয়ে তিনি এই ঘোষণা করেছেন ৷

Sharad Pawar
Sharad Pawar

মুম্বই (মহারাষ্ট্র), 2 মে: 1999 সালে কংগ্রেস থেকে বেরিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি তৈরি করেছিলেন শরদ পাওয়ার ৷ তার পর থেকে ওই রাজনৈতিক দলের জাতীয় সভাপতির পদে ছিলেন এই মারাঠা রাজনীতিক ৷ মঙ্গলবার তিনি সেই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন ৷ এদিন মুম্বইতে তাঁর আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে এই ঘোষণা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জাতীয় রাজনীতির অন্যতম হেভিওয়েট এই নেতা ৷ তাঁর এই ঘোষণা জাতীয় রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ৷

এদিন ছিল শরদ পাওয়ারের আত্মজীবনীর মারাঠি সংস্করণের উদ্বোধন ৷ সেই অনুষ্ঠানেই শরদ পাওয়ার বলেন, ‘‘আমার রাজ্যসভার সদস্যপদের তিনবছর রয়েছে ৷ আমি সিদ্ধান্ত নিয়েছি আর নির্বাচনে অংশ নেব না ৷’’ সেই কারণেই যে তিনি তাঁর দলের সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন শরদ পাওয়ার ৷ স্বাভাবিভাবেই প্রশ্ন উঠেছে যে তাহলে এনসিপি পরিচালনা কীভাবে হবে ? কে হবেন পরবর্তী জাতীয় সভাপতি ?

এদিনের অনুষ্ঠান থেকে শরদ পাওয়ার জানিয়েছেন যে আপাতত একটি কমিটি গঠন করা হবে, সেই কমিটিই দল পরিচালনার কাজ সামলাবে ৷ তবে রাজনৈতিক মহলের ধারণা, তাঁর পর এই পদে বসতে পারেন অজিত পাওয়ার অথবা সুপ্রিয়া সুলে ৷ অজিত হলে শরদ পাওয়ারের ভাইপো ৷ আর সুপ্রিয়া শরদের কন্যা ৷ অজিত মহারাষ্ট্রে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ আর সুপ্রিয়া লোকসভার সাংসদ ৷

ওই পদে যেই বসুন, তার আগে শরদের এই ঘোষণায় হতচকিত এনসিপি কর্মী ও সমর্থকরা ৷ এদিনের অনুষ্ঠানের এনসিপির অনেক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন ৷ এই ঘোষণার পর তাঁরা বিক্ষোভ দেখান ৷ শরদ পাওয়ারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানান ৷ যদিও তার আগেই পাওয়ার জানিয়েছেন, 1960 সালের 1 মে তিনি রাজনীতি শুরু করেন ৷ এখনও যদি তিনি পদ আঁকড়ে পড়ে থাকেন, তাহলে তাঁকে লোভী মনে হতে পারে ৷ তাই তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরছেন না ৷

আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্ত মেনে উদ্ধবকে নতুন প্রতীক বেছে নেওয়ার পরামর্শ পাওয়ারের

Last Updated : May 2, 2023, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.