ETV Bharat / bharat

Kannauj Road Accident: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, কনৌজে প্রাণ গেল 3 জনের

author img

By

Published : Jan 9, 2023, 1:35 PM IST

Three People Killed and 17 Injured in a Road Accident at Kannauj of Uttar Pradesh
ফের দুর্ঘটনায় মৃত্যু

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজে (Kannauj) ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) ৷ মৃত্যু হল তিনজনের (Three People Killed) ৷ আহতের সংখ্যা 17 (17 Injured) ৷

কনৌজ, 9 জানুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল তিনজনের (Three People Killed) ৷ আহত হলেন আরও 17 জন (17 Injured) ৷ রবিবার দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজে (Kannauj) ৷ মৃত ও আহতরা সকলেই একটি বাসে সওয়ার ছিলেন ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটি অত্যন্ত দ্রুত গতিতে আগরা-লখনউ এক্সপ্রেসওয়ে (Agra-Lucknow Expressway) ধরে যাচ্ছিল ৷ রাস্তার পাশে দাঁড় করানো ছিল একটি ট্রাক ৷ খুব সম্ভবত, ঘন কুয়াশার কারণে বাসের চালক আগে থেকে তা বুঝতে পারেননি ৷ যতক্ষণে ট্রাকটি তাঁর নজরে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ দ্রুত গতির জন্য চালক আর বাস থামাতে পারেননি ৷ সেটি সরাসরি গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে ৷ তারপর বাসটি একপাশে উলটে যায় ৷ প্রাণ দিয়ে এর মূল্য চোকাতে হয় তিনজনকে ৷ জখম হন আরও অন্তত 17 জন ৷

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে থাথিয়া থানা (Thathia Police Station) এলাকার পিরৌলি গ্রামের (Piprauli Village) কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি দিল্লি থেকে লখনউ আসছিল ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় প্রাণঘাতী দুর্ঘটনা ৷ সংশ্লিষ্ট এক পুলিশ আধিকারিক জানান, এটি আসলে দূরপাল্লার স্লিপার বাস ৷ দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন ৷ ফলে বাসটি উলটে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁরা বুঝতেই পারেননি যে দুর্ঘটনা ঘটে গিয়েছে ! বিষয়টি বোধগম্য হতেই যেকোনও উপায়ে বাস থেকে বেরোনোর চেষ্টা করেন দুর্ঘটনাগ্রস্তরা ৷ কিন্তু, বাসটি একপাশে পালটি খেয়ে পড়ে থাকায় সেই কাজ সহজ ছিল না ৷

আরও পড়ুন: রেসিং বাইকের বেপরোয়া গতিতে মৃত্যু, 41 লাখ ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

এদিকে, দুর্ঘটনার বিকট আওয়াজে এবং বাসযাত্রীদের চিৎকারে গ্রামের মানুষজন দৌড়ে আসেন ঘটনাস্থলে ৷ তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশও ৷ ঘটনাস্থল থেকেই তিনজনের মৃতদেহ উদ্ধার করে তারা ৷ এঁদের মধ্য়ে দু'জন হলেন অনিতা বাজপেয়ী (50) ও সঞ্জনা (25) ৷ এছাড়াও, এই দুর্ঘটনায় দেবাংশ নামে 11 বছরের এক বালকের মৃত্যু হয়েছে ৷ তিনজনই উত্তরপ্রদেশের রায়বরেলির কৃষ্ণনগর মহল্লার বাসিন্দা ৷ অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত 17 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ এঁদের সকলকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.