ETV Bharat / bharat

নেপালে নদীতে বাস উলটে দুই ভারতীয়-সহ মৃত্যু 12 জনের, আহত 23

author img

By PTI

Published : Jan 13, 2024, 4:50 PM IST

Road Accident in Nepal: নেপালে শুক্রবার গভীর রাতে পথ দুর্ঘটনায় দুই ভারতীয়-সহ 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 23 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

road Accident in Nepal
নেপালে পথ দুর্ঘটনা

কাঠমাণ্ডু, 13 জানুয়ারি: নেপালে রাতের অন্ধকারে নদীতে উলটে গেল যাত্রীবোঝাই বাস ৷ এই দুর্ঘটনায় 12 জনের মৃ্ত্যু হয়েছে ।আহত হয়েছেন 23 জন ৷ মৃতদের মধ্যে দু'জন ভারতীয় বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে নেপালের লুম্বিনি এলাকায় রাপ্তি সেতুতে ৷ প্রাথমিকভাবে আটজন মৃতের দেহ শনাক্ত করা গিয়েছে ৷ বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷ মৃত ভারতীয়রা হলেন, যোগেন্দ্র রাম (67) ৷ তিনি বিহারের মালাহির বাসিন্দা ৷ অপরজন হলেন মুনে (31) ৷ তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

শনিবার পুলিশ জানিয়েছে, নেপালগঞ্জ থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল বাসটি ৷ সেসময় ভাগলুবাংয়ের রাপ্তি সেতু থেকে বাসটি উলটে পূর্ব-পশ্চিম হাইওয়ে বরাবর নদীতে পড়ে যায় ৷ রাপ্তি নদীর জলে ডুবে দুই ভারতীয়-সহ 12 জনের মৃত্যু হয় এবং বাসের বাকি যাত্রীরা আহত হন ৷ জানা গিয়েছে, সকল আহতদের চিকিৎসার জন্য কোহালপুরের নেপালগঞ্জ মেডিক্যাল টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লামাহি হাসপাতালে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় । বাসচালক লাল বাহাদুর নেপালিকে (28) গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ৷ তদন্তের পরই জানা যাবে দুর্ঘটনায় আসল কারণ ৷

প্রসঙ্গত, শীতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা হারিয়ে যাচ্ছে ৷ তার ফলে পথ দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ি ৷ শুক্রবার রাতে জলপাইগুড়িতে কুয়াশার জেরে গাড়ি এসে ধাক্কা মারে স্কুটিতে ৷ ঘটনায় মৃত্যু হয় বাবা-ছেলের ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শিলিগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কে দশদরগা এলাকায় ৷ ঘটনাস্থলে পুলিশ ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা ৷ এবার নেপালেও পথ দুর্ঘটনায় দুই ভারতীয়-সহ 12 জনের প্রাণ গিয়েছে।

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনার বলি শিশু-সহ 2, আহত এক; ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি
  2. ভয়াবহ পথ দুর্ঘটনা! গাড়ি থেকে খাদে পড়ে মৃত চার সরকারি কর্মী
  3. ছত্তিশগড়ে উলটে গেল বিএসএফের গাড়ি, আহত 17 জওয়ান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.