ETV Bharat / bharat

Rajouri : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে গিয়ে রাজৌরিতে শহিদ 5 সেনা জওয়ান

author img

By

Published : Oct 11, 2021, 1:48 PM IST

Updated : Oct 11, 2021, 3:05 PM IST

several-killed-in-action-in-counter-terrorism-operation-in-j-and-ks-rajouri-sources
Rajouri : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে গিয়ে রাজৌরিতে শহিদ 5 সেনা জওয়ান

সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে গিয়ে শহিদ পাঁচ সেনা জওয়ান ৷ সোমবার ঘটনাটি ঘটেছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পিরপঞ্জাল রেঞ্জে ৷

জম্মু ও কাশ্মীর, 11 অক্টোবর : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় পাঁচজন সৈনিক শহিদ হলেন ৷ তাঁদের মধ্যে একজন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও (JCO) ৷ সোমবার ঘটনাটি ঘটেছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পিরপঞ্জাল রেঞ্জে ৷ যদিও সেনাবাহিনীর তরফে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ তবে সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷

সোমবার সকালের দিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের একদফা গুলির লড়াই চলে ৷ সেটা পুঞ্চ জেলায় ঘটেছে ৷ সেখানকার দেরা কি গলি নামে একটি গ্রামে তল্লাশি অভিযান চলছে ৷ সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর এসেছে সেনার কাছে ৷

আরও পড়ুন : Ladakh talks : মাঝপথে বৈঠক ভেস্তে যাওয়ায় ভারতের বিরুদ্ধে তোপ চিনের

সেনার দাবি, স্থানীয় চারমের জঙ্গল ধরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিরা ঢুকেছে ৷ তাদের কাছে অস্ত্রও রয়েছে ৷ সেই কারণে পুরো এলাকা ঘিরে ধরে তল্লাশির কাজ চলছে ৷

এছাড়া এদিন আরও দু’টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷ সেখানে দু’জন জঙ্গি মারা গিয়েছে ৷ আহত হয়েছেন এক পুলিশ কর্মী ৷ দু’টি এনকাউন্টারের একটি হয়েছে অনন্তনাগের খাগুড় ভেরিনাগ জেলায় ৷ অন্য এনকাউন্টারটি হয়েছে বান্দিপোরার সৌগন্ধে ৷

আরও পড়ুন : Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী

বান্দিপোরার ঘটনায় যে জঙ্গির মৃত্যু হয়, তার নাম ইমতিয়াজ আহমেদ দার ৷ সে এলইটি (টিআরএফ)-এর সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে ৷ অন্য জঙ্গির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷

Last Updated :Oct 11, 2021, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.