ETV Bharat / bharat

Nainital Car Mishap: নদীর তোড়ে ভেসে গেল গাড়ি, নৈনিতালে মৃত কমপক্ষে 9 পর্যটক

author img

By

Published : Jul 8, 2022, 12:16 PM IST

Updated : Jul 8, 2022, 1:15 PM IST

Car retrieved from River in Nainital
নদীতে ভেসে যাওয়া গাড়ি উদ্ধারের কাজ চলছে

লাগাতার বৃষ্টিতে নদীর জলস্ফীতি হয়েছে ৷ আর সেই জলের স্রোতে ভেসে গেল যাত্রীসমেত একটি গাড়ি (Nainital Car Mishap) ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে ৷

নৈনিতাল, 8 জুলাই: জলের তোড়ে ভেসে গেল গাড়ি । মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে উত্তরাখণ্ডে প্রাণ হারালেন 9 জন পর্যটক ৷ একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রামনগরে ৷ পুলিশ জানিয়েছে, সেখানে যাত্রীসমেত একটি গাড়ি ঢেলা নদীতে ভেসে যায় (Several died as car plunges into canal in Nainital mishap) ৷

চারটি মৃতদেহের হদিশ পাওয়া গেলেও পাঁচটি দেহ এখনও গাড়ির মধ্যেই আটকে রয়েছে ৷ প্রবল বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে যাওয়াতেই এই বিপত্তি ৷ এখনও উদ্ধারকার্য চলছে ৷ কুমায়ুন রেঞ্জের ডিআইজি নীলেশ আনন্দ ভারন একটি সংবাদসংস্থাকে বলেন, "ন'জন মারা গিয়েছেন ৷ একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে ৷ 5টি দেহ এখনও গাড়িতে আটকে রয়েছে ৷ আজ সকালে গাড়িটি রামনগরের ঢেলা নদীতে জলের স্রোতে ভেসে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷"

নৈনিতালে ভরা বর্ষায় নদীতে জল বেড়েছে, সেই স্রোতেই ভেসে গেল গাড়ি

আরও পড়ুন: জয়পুর-যোধপুর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের 6

তিনি জানান, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে ৷ স্বভাবতই আগের থেকে দ্রুত গতিতে বইছে ঢেলা নদী ৷ সচেতন না-থাকার জন্যই এই দুর্ঘটনা, জানালেন পুলিশ আধিকারিক ৷ 4 জুলাই আইএমডি (India Meteorological Department, IMD) উত্তরাখণ্ডে আগামী 4 দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল ৷ দেরাদুন, নৈনিতাল, বাগেশ্বর, পিথোরাগড়, তেহরি, পাওরি এবং চম্পাওয়াতে সতর্কতা জারি করা হয়েছিল ৷

সোমবারই প্রবল বৃষ্টি হয় দেরাদুনে ৷ গাছ উপড়ে পড়ে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ এমনকী ধসও নেমেছে ৷ মানুষকে সচেতন থাকার আর্জি জানিয়েছে আইএমডি ৷

Last Updated :Jul 8, 2022, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.