ETV Bharat / bharat

Massive Fire at Jindal Factory: বয়লার বিস্ফোরণের জেরেই বিপত্তি, নাসিক অগ্নিকাণ্ডে মৃত দুই; আহত কমপক্ষে 17

author img

By

Published : Jan 1, 2023, 7:43 PM IST

Updated : Jan 1, 2023, 10:05 PM IST

Massive Fire at Jindal Factory
কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত 2, আহত 17

নাসিকে রবিবার সকালে ইগতপুরী জেলার মুন্ধেগাঁওয়ে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য (Massive Fire Broke out at Jindal Factory) ৷ দুর্ঘটনায় মৃত 2 ৷ আহত 17 শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷

নাসিক (মহারাষ্ট্র), 1 জানুয়ারি: নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কাড়ল 2 জনের । রবিবার সকাল 11.30 মিনিট নাগাদ নাসিকের ইগতপুরী জেলার মুন্ধেগাঁওয়ের (Mundhegaon) জিন্দাল গোষ্ঠীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Explosion at Nashik factory triggers massive fire) ৷ বিস্ফোরণের জেরে আহত কমপক্ষে 17 জন শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ কারখানার বয়লার বিস্ফোরণের জেরেই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, জিন্দাল গোষ্ঠীর এই কারখানায় পলিফ্লিম উৎপাদন হয় ৷ উৎপাদনের কাঁচামাল হিসেবে কারখানার মধ্যে 20,000 লিটার ডিজেল ট্যাংক মজুত ছিল ৷ বিস্ফোরণ জেরে আগুন লেগে যায় ডিজেলের ট্যাংকটিতেই ৷ নিমেষের মধ্যে আগুনের গ্রাস করে নেয় কারখানাটি ৷ প্রায় 1 কিমি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায় ।

স্থানীয় সূত্রে খবর, নতুন বছর উদযাপনের আনন্দে যখন মেতে উঠেছিলেন নাসিকের ওই কারখানার বাসিন্দারা, সেইসময়ে হঠাৎ কারখানার ভিতর থেকে আগুন বেরোতে দেখা যায় (Igatpuri district on Sunday morning) ৷ আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ ভিতরে প্রায় 250 জন কর্মী ছিলেন ৷ তাদের অধিকাংশই নিরাপদে কারখানার বাইরে বেরোতে সক্ষম হলেও (workers suspected trapped) কারখানার ভেতর আটকে পড়েন অনেকে । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ৷ গুরুতর আহত অবস্থায় 17 শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের ।

এই প্রসঙ্গেই মহারাষ্ট্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার জানান, কারখানার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে আগুন ছড়িয়ে পরে ৷ নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ উদ্ধারকার্যে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদরেও ৷ হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকারের পক্ষ থেকে করা হবে বলে ঘোষণা করেছেন তিনি ৷ সমস্ত বিষয়টির উপর নজর রাখছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীও ৷

আরও পড়ুন: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কালেক্টর গঙ্গাথরণ ডি ও এস পি (রুরাল) সচিন পাতিল ৷ ইগতপুরী এবং নাসিক থেকে দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷

Last Updated :Jan 1, 2023, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.