ETV Bharat / bharat

Massive Fire at Jindal Factory: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

author img

By

Published : Jan 1, 2023, 3:45 PM IST

Updated : Jan 1, 2023, 5:24 PM IST

Jindal Company
জিন্দাল কোম্পানির ফ্যাক্টারিকে ভয়াবহ অগ্নিকাণ্ড

নাসিকে রবিবার সকালে ইগতপুরী জেলার মুন্ধেগাঁওয়ে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য (Massive Fire Broke out at Jindal Factory) ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷

নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নাসিক, 1 জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ রবিবার সকালে নাসিকের ইগতপুরী জেলার মুন্ডেগ্রামের (Mundhegaon) জিন্দাল গোষ্ঠীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে (Explosion at Nashik factory triggers massive fire) ৷ এদিন হঠাৎই কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন কারখানার কয়েকজন কর্মী ৷ তাঁরাই খবর দেন দমকলে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন দমকল কর্মীরা ৷ তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি ৷ হতাহতের খবর না-পাওয়া গেলেও বহু শ্রমিক কারখানার ভিতর আটকে থাকার আশংকা করা হচ্ছে ।

আরও পড়ুন: বর্ষ শুরুর ভোরে বারাণসীতে গঙ্গারতি-প্রার্থনা, উপচে পড়ল ভিড়

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল 11.30 মিনিট নাগাদ হঠাৎই কারখানার ভিতর থেকে আগুন বেরোতে দেখা যায় (Igatpuri district on Sunday morning) ৷ আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ সেই সময়ে কারখানার ভিতরে প্রায় 250 জন কর্মী ছিলেন ৷ তাদের অধিকাংশই নিরাপদে কারখানার বাইরে বেরোতে সক্ষম হন (workers suspected trapped ) ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওযার আগেই দ্রুত দমকল কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন ৷

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কালেক্টর গঙ্গাথরণ ডি ও এস পি (রুরাল) সচিন পাতিল ৷ ইগতপুরী এবং নাসিক থেকে দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ শীঘ্রই পরিস্থিতি দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন গ্রামোন্নয়নমন্ত্রী দাদা ভুসে (Dada Bhuse) এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷

Last Updated :Jan 1, 2023, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.