ETV Bharat / bharat

রাজস্থান বিধানসভা নির্বাচনে 2 ভোটার ও বিজেপির পোলিং এজেন্টের মৃত্যু

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 9:18 PM IST

Rajasthan Assembly Elections 2023: আজ রাজস্থানে 199টি আসনে বিধানসভা নির্বাচন ৷ ভোট দিতে এসে খানপুর ও উদয়পুরে 2 ভোটারের মৃত্যু হয়েছে ৷ অপরদিকে পালি জেলায় কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ গিয়েছে বিজেপির পোলিং এজেন্টের ৷

Rajasthan Assembly Elections 2023
ভোটারের মৃত্যু রাজস্থানে

জয়পুর, 25 নভেম্বর: রাজস্থান বিধানসভা ভোটে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে দু'জন ভোটার ও একজন বিজেপির পোলিং এজেন্ট ৷ শনিবার রাজ্যের 200টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 199টিতে ভোটগ্রহণ হচ্ছে । কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে শ্রীগঙ্গানগরের করণপুরে নির্বাচন স্থগিত করা হয়েছে ।

জানা গিয়েছে, এ দিন খানপুর বিধানসভা কেন্দ্রের বাকানি শহরে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন 78 বছর বয়সি বৃদ্ধ । সেসময় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান কানহাইয়ালাল ৷ পরিবারের সদস্যরা তড়িঘড়ি বৃদ্ধাকে বাকানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ বিষয়টি নিয়ে ঝালাওয়ারের চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার বলেন, "বাকানি শহরের মোলক্যা গ্রামে ভোট দিতে যাওয়া বৃদ্ধ কানহাইয়ালালের মৃত্যুর ঘটনা সামনে এসেছে । বৃদ্ধার মৃত্যুর প্রাথমিক কারণ হার্ট অ্যাটাক বলে মনে করা হচ্ছে ।"

অন্যদিকে উদয়পুরে ভোট দিতে গিয়ে হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয় এক বৃদ্ধের । অরোরা নগরীর হিরণমাগাড়ী থানা এলাকার অ্যান্টনি স্কুলে ঢোকার সময় মাটিতে লুটিয়ে পড়েন 69 বছর বয়সি সত্যেন্দ্র কুমার ৷ সেখানে উপস্থিত লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান । আনন্দ ফানানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন । হিরণ মাগরি থানার অফিসার দর্শন সিং জানান, হিরণ মাগরির বাসিন্দা 69 বছর বয়সি সত্যেন্দ্র কুমার সাইকেলে করে ভোট দিতে এসেছিলেন । কিন্তু হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও একটি ঘটনায় রাজস্থানের পালি জেলায় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে বিজেপি প্রার্থীর একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে ৷ এ দিন সকাল 7টা থেকে রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে । একজন আধিকারিক জানিয়েছেন, সুমেরপুর বিধানসভা কেন্দ্রের 47 নম্বর বুথের পোলিং এজেন্ট শান্তিলাল ভোট চলাকালীন অজ্ঞান হয়ে যান । তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ও পরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । শান্তিলাল সুমেরপুর থেকে বিজেপি প্রার্থী জোরারাম কুমাওয়াতের পোলিং এজেন্ট ছিলেন।

আরও পড়ুন:

  1. আজ রাজস্থানের 199 কেন্দ্রে ভোটগ্রহণ, মরুরাজ্যে যুযুধান বিজেপি-কংগ্রেস
  2. ভোটের দিন বদলানোয় খুশি রাজস্থান, কেন এদিন রয়েছে 50 হাজারেরও বেশি বিয়ে
  3. 24-এর আগে কংগ্রেস-গেহলত উভয়ের কাছেই অ্যাসিড টেস্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.