ETV Bharat / bharat

Cobra Under Dressing Table: ড্রেসিং টেবিলের নীচে 24টি কোবরা, ঘুম উড়েছে নেটপাড়ার; দেখুন ভিডিয়ো

author img

By

Published : Jul 15, 2023, 10:43 PM IST

Cobra Snakes
কোবরা সাপ

বিহারের একটি বাড়ি থেকে 24টি কোবরা সাপ এবং 60টি ডিম উদ্ধার হয়েছে । ঘরের সিঁড়ির নীচে রাখা ড্রেসিং টেবিলে সাপগুলি ছিল । খেলার সময় বাচ্চাদের চোখ পড়ে সাপ । পরে সাপুড়ে এসে সেগুলিকে উদ্ধার করে ।

ড্রেসিং টেবিলের নীচে 24টি কোবরা

বাগাহা(বিহার), 15 জুলাই: সাপের নাম শুনলেই মানুষ ভয় পায় । এখন ভাবুন তো একটা বা দুটো নয়, কারো বাড়িতে 24টি কোবরা সাপ পাওয়া গেলে কী হবে ? হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটেছে বিহারের বাগাহার মধুবনি ব্লকে ৷ যেখানে একটি বাড়ি থেকে 24টি কোবরা সাপ এবং প্রায় 60টি সাপের ডিম উদ্ধার হয়েছে ।

মধুবনি পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মদন চৌধুরির বাড়ির সিঁড়ির নীচে সাপগুলি নিজেদের আস্তানা তৈরি করছিল । ওইখানেই কোবরা-সহ প্রায় 50 থেকে 60টি সাপের ডিমও পাওয়া গিয়েছে । জানা যাচ্ছে, বাড়ির সিঁড়ির নিচে ড্রেসিং টেবিলে সেগুলি রাখা ছিল । এই টেবিলের নীচে সাপ ছানাপোনা নিয়ে বসবাস করছিল ৷

বাড়ির কিছু বাচ্চা সিঁড়ির কাছে খেলছিল । সেই সময়ে একটি কোবরা বাচ্চাদের পাশ দিয়ে চলে যায় । বাচ্চাদের চোখ ওই কোবরা সাপের ওপর পড়ে ৷ এরপরেই ভয়ে চেঁচিয়ে ওঠে তারা । তবে ওই কোবরা সাপ কাউকে ছোবল মারেনি । শিশুরা চেঁচামেচি করতে শুরু করলে পরিবারের অন্য লোকজন ছুটে আসে ৷ তারা জানতে পারে বাড়িতে সাপ রয়েছে ৷

বাড়িতে সাপ থাকার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে গ্রামে ৷ এরপরেই পাড়ার লোকেরা ভিড় জমায় ওই বাড়িতে । তৎক্ষণাৎ সাপুড়েকে খবর দেওয়া হয় ৷ তিনি এসে সাপকে উদ্ধার করতে শুরু করেন ৷ লোকজন অবাক হয়ে যায় কারণ সেখানে প্রায় দুই ডজন সাপ এবং তাদের 50 থেকে 60 টি ডিম পাওয়া গিয়েছে । সাপুড়ে কোবরাগুলোকে উদ্ধার করে বস্তা-সহ একটি বয়ামে রাখে ।

আরও পড়ুন: জার ভর্তি সাপের বিষ উদ্ধার, আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা

শ্রাবণ মাসে সাপগুলি উদ্ধার হওয়ায় মানুষ শিবের আশির্বাদ বলে পুজো করতে শুরু করে দেয় । বাড়ির মালিক জানান, বাড়ির বাচ্চারা খেলছিল । এমন সময় তাদের পাশ দিয়ে চলে যায় একটি কোবরা । যা দেখে শিশুরা হৈচৈ শুরু করে । তারপরেই তারা বিষয়টি জানতে পারেন ৷

বাড়ির মালিক বলেন, "বাচ্চাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় ৷ সাপ পাওয়ার খবর দ্রুত গোটা গ্রামে ছড়িয়ে পড়ে । এরপর স্থানীয় লোকজন এসে ওই কোবরা সাপটিকে বের করতে চেষ্টা করে । সাপটি তখন দ্রুত ড্রেসিং টেবিলের নীচে ঢুকে যায় । তিন থেকে চারটি কোবরা সাপ দেখা গিয়েছে সেখানে ৷ তারপরে স্থানীয় লোকজন একটি স্থানীয় সাপুড়েকে আনে ৷" প্রতিবেশী নীরজ কুমার বলেন, "সাপ দেখে বাচ্চারা হৈ চৈ করে । আমরা গিয়ে দেখি প্রায় 20-25টা সাপ রয়েছে সেখানে । পরে সাপগুলিকে বের করা হয় । সাপুড়ে সাপগুলিকে ধরে নিয়ে যায় ।"

আরও পড়ুন: প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে বিপত্তি! বেঘোরে প্রাণ খোয়ালেন প্রৌঢ়

ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছে । গভীর রাত পর্যন্ত সাপগুলিকে উদ্ধার করা হয় । বিপুল সংখ্যক সাপ দেখে বাড়ির লোকজনের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরা । আতঙ্কে পরিবারের সদস্যরাও ঘরে ঘুমাননি । যদিও এই সাপগুলি প্লাস্টিকের বাক্সে, বস্তায়, বালতিতে ও ফয়েলে ভরে রাখে সাপুড়ে । আর পলিথিনে সাপের ডিমগুলি রাখা হয় ৷ পরে সব ফেলে দেওয়া হয় গণ্ডক নদীর তীরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.