ETV Bharat / bharat

Road Accident in Jamshedpur : জামশেদপুরে পথ দুর্ঘটনা, মৃত বাংলার 3 শ্রমিক

author img

By

Published : Nov 26, 2021, 11:02 PM IST

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঙালি শ্রমিক বোঝাই ওই গাড়িতে মোট 30 জন শ্রমিক ছিলেন ৷ তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে (Three Died in Accident) ৷ গুরুতর আহত 25 জনের চিকিৎসা চলছে হাসপাতালে ৷

Jamshedpur Road Accident
মৃত বাংলার 3 শ্রমিক

জামশেদপুর, 26 নভেম্বর : জামশেদপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident in Jamshedpur) প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের তিন বাঙালি শ্রমিক ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন ৷

জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে রাজ্য থেকে বিশাখাপত্তনমে কাজের জন্য যাচ্ছিলেন ওই শ্রমিকরা৷ শুক্রবার দুপুরে যখন জামশেদপুরের পটমদা-টাটা রাজ্য সড়ক পার করছিল গাড়িটি সেসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের৷ পরে হাসপাতালে আরও এক শ্রমিক প্রাণ হারান৷ মৃতরা হলেন সঞ্জয় কর্মকার (35), দুর্যোধন মাহাতো (28) এবং কৃত্তিবাস মাহাতো (35) ৷

আরও পড়ুন : Lalu Prasad Yadav Health Condition : অসুস্থ আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, ভর্তি দিল্লির এইমসে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িতে মোট 30 জন শ্রমিক ছিলেন ৷ গুরুতর আহত 25 জনের চিকিৎসা চলছে হাসপাতালে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.