ETV Bharat / bharat

Covid-19 vaccine: পুণের কারখানায় কোভোভ্য়াক্সের উৎপাদন শুরু সেরামের

author img

By

Published : Jun 25, 2021, 9:40 PM IST

পুণের কারখানায় করোনা প্রতিরোধী আরও একটি টিকা কোভোভ্য়াক্সের (Covovax) উৎপাদন শুরু করল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India) ৷ শুক্রবার সেরামের তরফে টুইট করে তাদের এই সাফল্য়ের কথা জানানো হয়েছে ৷

Covid-19 vaccine: Serum Institute starts producing Covovax in India
Covid-19 vaccine: পুণের কারখানায় কোভোভ্য়াক্সের উৎপাদন শুরু সেরামের

পুণে, 25 জুন : পুণের কারখানায় করোনার আরও একটি টিকা কোভোভ্য়াক্সের (Covovax) উৎপাদন শুরু করল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India) ৷ মার্কিন জৈবপ্রযুক্তি সংস্থা নোভাভ্যাক্স ইঙ্ক (Novavax Inc) এই টিকা তৈরি করেছে ৷ শুক্রবার সংস্থার (সেরাম) তরফে টুইট করে তাদের এই সাফল্য়ের কথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : স্পুটনিক ভি উৎপাদনে প্রাথমিক ছাড়পত্র পেল সেরাম

কোভোভ্য়াক্সের উৎপাদন নিয়ে টুইট করেছেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালাও (Adar Poonawalla) ৷ তিনি জানিয়েছেন, এই টিকা করোনার ভাইরাস থেকে 18 বছরের কম বয়সীদের রক্ষা করতে সক্ষম ৷ প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই কোভোভ্যাক্সের ট্রায়ালের কথা জানিয়েছিলেন আদর ৷ তাঁর দাবি ছিল, 2021 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই টিকা বাজারে চলে আসবে ৷ উল্লেখ্য, 2020 সালের অগাস্ট মাসেই সেরামের সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনার টিকা তৈরি সংক্রান্ত আইনি জটিলতা পেরিয়ে যাওয়ার কথা ঘোষণা নোভাভ্য়াক্স ৷ সেরামের সঙ্গে যৌথ লাইসেন্স চুক্তি সম্পাদনের কথা ঘোষণা করে তারা ৷

আরও পড়ুন : অগস্টের মধ্যে তৈরি হবে 10 কোটি কোভিশিল্ড, কোভ্যাক্সিন হবে 7.8 কোটি

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের ইউকে ও আফ্রিকার সংস্করণের উপর এই টিকা 89 শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে কোভিশিল্ড তৈরি করেছিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ৷ সেই অর্থে কোভোভ্য়াক্স তাদের তৈরি দ্বিতীয় করোনার টিকা ৷

  • A new milestone has been reached; this week we began our first batch of Covovax (a COVID-19 vaccine developed by @Novavax) at our facility, here in Pune. pic.twitter.com/FqoVTUa1nO

    — SerumInstituteIndia (@SerumInstIndia) June 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে চলতি মাসেই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক-ভি (Sputnik-V)-এর পরীক্ষা এবং বিশ্লেষণের ছাড়পত্র আদায় করে নিয়েছে সেরাম ৷ ডিসিজিআই (Drugs Controller General of India) তাদের এই অনুমোদন দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.