ETV Bharat / bharat

300-রও বেশি পড়ল সেনসেক্সের সূচক

author img

By

Published : Feb 17, 2021, 3:06 PM IST

ফের ধাক্কা শেয়ারবাজারে ৷ বুধবার সকালে 300-রও বেশি পয়েন্ট পড়ে যায় সেনসেক্স ৷ 30 শেয়ারের বম্বে স্টক এক্সেচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক ছিল 310.50 পয়েন্ট অথবা 51 হাজার 793.67-এর তুলনায় 0.60 শতাংশ কম ৷ সূচক নামে নিফটিরও ৷ সূচক ছিল 74.35 পয়েন্টের ঘরে৷ যা 15 হাজার 239.10-এর তুলনায় 0.49 শতাংশ নীচে ৷

Sensex tumbles over 300 pts in early trade; Nifty below 15,300
300-রও বেশি পড়ল সেনসেক্সের সূচক

মুম্বই, 17 ফেব্রুয়ারি: ফের ধাক্কা শেয়ারবাজারে ৷ বুধবার সকালে 300-রও বেশি পয়েন্ট পড়ে যায় সেনসেক্স ৷ বিশ্ববাজারে এইচডিএফসি টুইনস, আইসিআইসিআই ব্য়াঙ্ক এবং টিসিএসের মতো বড় সংস্থাগুলির পয়েন্ট পতনেই এই পরিস্থিতি৷

30 শেয়ারের বম্বে স্টক এক্সেচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক ছিল 310.50 পয়েন্ট অথবা 51 হাজার 793.67-এর তুলনায় 0.60 শতাংশ কম ৷

সূচক নামে নিফটিরও ৷ সূচক ছিল 74.35 পয়েন্টের ঘরে৷ যা 15 হাজার 239.10-এর তুলনায় 0.49 শতাংশ নিচে ৷

তবে পয়েন্ট যাদের খোয়া গিয়েছে, সেই তালিকায় সকলের উপরে ছিল নেসলে ইন্ডিয়া ৷ সংস্থার শেয়ার সূচক নামে প্রায় 4 শতাংশ ৷ এর পরেই তালিকায় রয়েছে যথাক্রমে ওএনজিসি, এইচডিএফসি, টিসিএস, পাওয়ারগ্রিড এবং আইসিআইসিআই ব্য়াঙ্ক৷

অন্যদিকে, দাম বেড়েছে বাজাজ অটো, এসবিআই, বাজাজ ফিন্য়ান্স এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির৷

আরও পড়ুন: প্রথমবার সেনসেক্সের সূচক ছাড়াল 50 হাজার, নিফটি 14,700-র বেশি

এর আগের সেশনে সেনসেক্সের চূড়ান্ত সূচক ছিল 49.36 পয়েন্ট ৷ যা 52 হাজার 104.17-এর তুলনায় 0.10 শতাংশ কম ৷ অন্যদিকে নিফটির সূচক ছিল 1.25 পয়েন্ট ৷ যা 15 হাজার 313.45-এর 0.01 শতাংশ নীচে ৷

তথ্য বলছে, গত মঙ্গলবার বিদেশি বিনিয়োগকারীরা 1 হাজার 144.09 কোটি টাকার শেয়ার কিনেছেন ৷ তবে দেশীয় বাজার এখনও সেভাবে চাঙ্গা হয়নি বলেই মনে করছেন বিশষজ্ঞরা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.