ETV Bharat / bharat

Monkeypox: দেশে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, কুন্নুরের যুবকের দেহে মিলল ভাইরাসের সন্ধান

author img

By

Published : Jul 18, 2022, 5:47 PM IST

Updated : Jul 18, 2022, 6:17 PM IST

Monkeypox in India
কুন্নুরে মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ

মাঙ্কিপক্সে আক্রান্ত যুবকের বয়স 31 বছর ৷ তিনি কেরলের কুন্নুরের বাসিন্দা ৷ সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন ওই যুবক ৷ (second positive case of Monkeypox reported in kunnur, kerala) ৷

কুন্নুর, 18 জুলাই: দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল দেশে ৷ আক্রান্ত যুবকের বয়স 31 বছর ৷ তিনি কেরলের কুন্নুরের বাসিন্দা ৷ সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন ওই যুবক ৷ বর্তমানে কুন্নুরের পেরিয়ারাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য অধিকর্তা (man from Kunnur confirmed with monkeypox infection) ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি) এর তরফেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, এই মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কুন্নুরে গিয়েছে ৷ ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকে নজরদারিতে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স থেকে কীভাবে সুস্থ থাকবেন, পরামর্শ চিকিৎসকের

উল্লেখ্য, গত 14 জুলাই দেশের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজও মিলেছিল এই কেরলেই ৷ তিনি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন ৷ মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ কেন্দ্রের তরফে এই নিয়ে ইতিমধ্যেই গাইডলাইনও প্রকাশ করা হয়েছে ৷

Last Updated :Jul 18, 2022, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.