ETV Bharat / bharat

Namaste Diplomacy in SCO Meet: করমর্দন নয়, এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে 'নমস্তে' কূটনীতি জয়শংকরের

author img

By

Published : May 5, 2023, 3:55 PM IST

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং চিনা বিদেশমন্ত্রী মিন কিন গ্যাং-সহ এসসিও-র সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে করমর্দন না করে তাঁদের 'নমস্তে' বলে অভিবাদন জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

Namaste Diplomacy in SCO Meet ETV Bharat
Namaste Diplomacy in SCO Meet

গোয়া, 5 মে: শুক্রবার গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের আটটি সদস্য দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকে সবার নজর কাড়ল ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সৌজন্য বিনিময়ের কায়দা ৷ করমর্দন নয়, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং চিনা বিদেশমন্ত্রী মিন কিন গ্যাং-সহ সমস্ত প্রতিনিধিদের 'নমস্তে' বলে স্বাগত জানালেন জয়শংকর ৷ একই রকম অভিবাদন তাঁকে ফিরিয়ে দিয়েছেন কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা ৷

বিলাওয়াল ভুট্টো জারদারির ভারত সফর নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা চলছে ৷ প্রায় 12 বছরের মধ্যে তিনিই পাকিস্তান থেকে ভারত সফরকারী প্রথম বিদেশমন্ত্রী ৷ বিলাওয়ালকে জয়শংকরের শুভেচ্ছা জানানোর ভিডিয়োটি টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে ৷ সীমান্তপারের সন্ত্রাসে পাক যোগ নিয়ে যে কঠিন পরিস্থিতি রয়েছে, তাতে এই ভিডিয়ো কিছুটা উষ্ণতা ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে ৷

টুইটার ব্যবহারকারীরা জয়শংকরের 'নমস্তে' কূটনীতিকে স্বাগত জানিয়েছেন ৷ এভাবেই করমর্দনের স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিরত থাকেন তিনি ৷ বৃহস্পতিবার উপকূলীয় রাজ্যে আগমনের পর বিলাওয়াল বলেছিলেন যে, তিনি বন্ধুত্বপূর্ণ দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য উন্মুখ । পাকিস্তানের মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতীয় কূটনীতিক জেপি সিং (যুগ্ম সচিব, পাকিস্তান-আফগানিস্তান-ইরান ডেস্ক) । জয়শংকরের আমন্ত্রণে এসসিও কনক্লেভে যোগ দিচ্ছেন পাকিস্তানের এই রাজনীতিবিদ ।

বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের শেয়ার করা একটি ভিডিয়োতে বিলাওয়াল বলেছেন, "সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে অংশগ্রহণের জন্য গোয়ায় পৌঁছে আমি আনন্দিত । আমি এসসিওতে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছি এবং আশা করি এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস (সিএফএম) সফল হবে ৷"

জয়শংকর এই বৈঠকের জন্য শুক্রবার এসসিও-র মহাসচিব ঝাং মিংকেও স্বাগত জানিয়েছেন । বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে এবং আমাদের চোখ সরিয়ে নিলে তা আমাদের নিরাপত্তা স্বার্থের জন্য ক্ষতিকর হবে । পুনরুল্লেখ করা হচ্ছে যে, সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা থাকতে পারে না এবং অবশ্যই সীমান্ত পারের সন্ত্রাস-সহ সবরকম নাশকতা বন্ধ করতে হবে ।"

আরও পড়ুন: ভারতে সফরে মোদি-লাদেন তুলনা করা বিলাওয়াল ভুট্টো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.