ETV Bharat / bharat

Bihar violence Under Control: শান্তির পথে বিহার, খুলল স্কুল-কলেজ

author img

By

Published : Apr 5, 2023, 12:55 PM IST

সাসারাম এবং নালন্দার অশান্তি হিংসা নিয়ন্ত্রণে আনতে সক্ষম পুলিশ ৷ রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷ যা থেকে তীব্র আকার নেয় সংঘাত ৷

Etv Bharat
অশান্তি হিংসা নিয়ন্ত্রণে আনতে সক্ষম বিহার পুলিশ

পাটনা, 5 এপ্রিল: শান্ত হচ্ছে বিহার ৷ অন্তত এমনটাই দাবি বিহার পুলিশের ৷ রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে বিহারের একাধিক জেলা ৷ যার মধ্য়ে সাসারাম ও নালন্দায় হিংসা তীব্র আকার নিয়েছিল ৷ ক্রমেই তা মাথাচাড়া দিয়ে গোটা রাজ্য়েও ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দিয়েছিল ৷ প্রায় সপ্তাহখানেক পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে রাজ্য় পুলিশ দাবি করছে ৷

  • स्थिति में काफी सुधार हुआ है। प्रशासन ने सद्भावना यात्रा आयोजित की थी। अगले 2-3 दिन तक सद्भावना यात्रा निकाली जाएगी। हमने हर वार्ड में वार्ड समिति गठित की है जिसमें 15-20 सदस्य शामिल हैं। पुलिस सबूतों के आधार पर कार्रवाई कर रही है और लगातार गिरफ्तारियां भी हो रही हैं। जांच जारी… pic.twitter.com/4lt1ArrdEm

    — ANI_HindiNews (@AHindinews) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 22 মার্চ দেশ জুড়ে পালিত হয় রামনবমী ৷ বিভিন্ন রাজ্য়ে ভগবান রামের মূর্তি কোথাও আবার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের হয় ৷ এরপরই একাধিক রাজ্য় থেকে ভুরি ভুরি অভিযোগ আসতে শুরু করে ৷ রামনবমীর শোভাযাত্রা বা মিছিলের ওপর হামলা চালানোর অভিযোগও সামনে এসেছে ৷ বিহারও তার ব্য়তিক্রম নয় ৷ সাসারাম এবং নালন্দায় অশান্তি তীব্র আকার নেয় ৷ একাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগও ওঠে ৷ এমনকী দু'পক্ষের সংঘর্ষে ঘটনায় এক জনের মৃত্য়ু হয়েছে বলেও খবর মিলেছে ৷ ঘটনার 6 দিন পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করল বিহার পুলিশ। যার জেরে এই দুই জেলায় স্কুল-কলেজ ফের খোলা হয়েছে। তবে যে কোনও পরিস্থিতির সঙ্গে যাতে তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায় সেজন্য সেখানে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এখনও মোতায়েন রয়েছে বলেও রাজ্য় প্রশাসনের তরফে জানানো হয়েছে।

  • नालंदा: हिंसा प्रभावित बिहारशरीफ में सामान्य स्थिति की बहाली के लिए पुलिस सद्भावना यात्रा और छापेमारी कर रही है।

    अभियुक्तों की संपत्ति कुर्क की जाएगी। 130 गिरफ़्तारी की गई हैं। छापेमारी जारी हैं। सद्भावना यात्रा के माध्यम से प्रयास है कि स्थिति सामान्य हो: अशोक मिश्रा, SP नालंदा pic.twitter.com/uUc7MxuhWA

    — ANI_HindiNews (@AHindinews) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নালন্দার জেলা শাসক শশাঙ্ক শুভঙ্কর বলেন, "এখন জেলার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি। শান্তি ফিরিয়ে আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে প্রশাসনের তরফে। স্থানীয় পর্যায়েও আমরা আলোচনার মাধ্য়মে সমাধানের চেষ্টা চালাচ্ছি।" জেলা শাসক আরও বলেন, "নালন্দার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ফলে স্কুল-কলেজের পাশাপাশি খুলেছে অন্য সব প্রতিষ্ঠানও। ইন্টারনেট পরিষেবাও চালু করা হয়েছে।"

আরও পড়ুন: গ্যাংস্টার দীপক 'বক্সার'কে ভারতে ফিরিয়ে আনল দিল্লি পুলিশ

নালন্দার জেলা শাসক আরও জানান, জেলার পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হওয়ার জন্য় শহরে প্রশাসনের তরফে আগামী দুই-তিন দিন শান্তি মিছিল করা হবে। যার জন্য় বিশেষ ওয়ার্ড ভিত্তিক কমিটিও গঠন করা হয়েছে। নালন্দার পাশাপাশি, সাসারামেও শান্তি ফিরে এসেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ তবে উত্তেজনাপ্রবণ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে বলে খবর। একইসঙ্গে সংঘর্ষে জড়িত থাকার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.