ETV Bharat / bharat

Delhi Air Pollution: দিল্লির বাতাসে বিষ, হিমালয়ের কোলে শান্ত শহরগুলিতে আশ্রয় নিচ্ছেন পর্যটকরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 1:45 PM IST

Delhi Air Pollution
দিল্লির বায়ুদূষণ

AQI level rises in Delhi: দিল্লির বাতাসের মান গুরুতর বিভাগে রয়েছে । রবিবারও দিল্লির বাসিন্দারা ধোঁয়াশার ঘন স্তরের সাক্ষী ৷ যার ফলে হচ্ছে শ্বাসকষ্ট এবং জ্বলছে চোখ । শনিবার দিল্লিতে একিউআই 500 ছাড়িয়ে গিয়েছে ।

নয়াদিল্লি, 5 নভেম্বর: 'ভয়ংকর একিউআই (দূষণের) স্তর'-এর কারণে এখন ঝাপসা দিল্লির আকাশ ৷ বায়ুদূষণ থেকে রেহাই পেতে, একটু তাজা বাতাসের সন্ধানে হিমালয় ঘেঁষা শান্ত শহরগুলির দিকে ছুটছেন দিল্লি-এনসিআর-এর পর্যটকরা ৷ কেউ যাচ্ছেন সিমলা ৷ অনেক পর্যটক আবার খড় পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া থেকে তাঁদের ফুসফুসকে বাঁচাতে হরিদ্বারের মতো জায়গায় চলে গিয়েছেন । কেউ আবার একই কারণে গিয়েছেন নৈনিতাল ।

দিল্লির বাতাসের মান 'গুরুতর' বিভাগে রয়েছে । রবিবার দিল্লির বাসিন্দাদের ঘুম ভাঙে ধোঁয়াশার ঘন স্তরের মধ্য়ে ৷ বাতাসের গুণমানের ক্রমাবনতি শ্বাসকষ্টের সমস্যা এবং চোখে জ্বালাপোড়া ধরাচ্ছে । শনিবার দিল্লিতে একিউআই 500 ছাড়িয়ে গিয়েছে । স্থানীয় একজনের কথায়, "এই আবহাওয়ার কারণে আমার কাশি হচ্ছে । আমরা বাবা-মাকে এমন পরিস্থিতিতে হাঁটার জন্য বাইরে যেতে দিই না ৷"

বায়ু দূষণ বৃদ্ধির কারণে দৃশ্যমানতাও খারাপভাবে প্রভাবিত হয়। আর একজনের কথায়, "আবহাওয়া পরিস্থিতির কারণে লোধি গার্ডেনে লোক সমাগম ব্যাপকভাবে কমে গিয়েছে । আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে । আমি গত 20 বছর ধরে এখানে লোধি গার্ডেনে বেড়াতে আসছি । তবে এ বছর অবস্থা আরও খারাপ ।"

দিল্লি-এনসিআর-এ ক্রমবর্ধমান বায়ু দূষণের মধ্যে পরিবেশবিদ বিমলেন্দু ঝা উল্লেখ করেছেন যে, পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে । পরিবেশবিদ দিল্লি-এনসিআরের পরিস্থিতিকে ভীতিকর বলে বর্ণনা করেছেন ৷ বিমলেন্দু ঝা সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে পরিস্থিতির উন্নতির জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে সম্পর্কে কথা বলেছেন । অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং নির্মাণ নিষিদ্ধ করা, জোড়-বিজোড় যানবাহন চলাচল এবং আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।

আরও পড়ুন: হাঁপানিতে ভুগছে শিশুরা, দূষণ কমাতে বনবিভাগকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

ঝা বলেন, "পরিস্থিতি গুরুতর হতে চলেছে । গত 24 ঘণ্টায় বায়ু চলাচলের কারণে কিছুটা উন্নতি হয়েছে । আগামী 4-5 দিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে । জরুরি প্রতিক্রিয়া প্রয়োজন । কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে ব্যবস্থা নিতে হবে । শুধু জল ছিটিয়ে সমাধান দেবে না... উত্তর ভারতে, বিশেষ করে দিল্লি-এনসিআরে বায়ু মানের সংকট ভীতিজনক । অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।"

দিল্লি চিড়িয়াখানায় প্রাণীদের জন্য স্প্রিংকলার, মাল্টিভিটামিন

দিল্লিতে বায়ু দূষণ বেড়ে যাওয়ায় জাতীয় প্রাণিবিদ্যা উদ্যানের পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে । ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক পশুর এনক্লোজারে ঘন ঘন জল ছিটানো শুরু করেছে । যদিও এটি প্রতিদিনই তারা করে তবে দিল্লির ক্রমবর্ধমান একিউআই দেখে আরও বেশি বেশি করে তা করা হচ্ছে ৷ দিল্লিতে দূষিত বাতাসের প্রভাব ঠেকাতে পশুদের মাল্টিভিটামিনযুক্ত খাবারও দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.